India Languages, asked by avijitmanna645, 9 months ago

এবার ফেরবার পালা।
--দক্ষিণ মেরু অভিযান থেকে ফেরবার পথে ক্যাপ্টেন স্কট ও তার সঙ্গীরা কী ধরনের প্রতিকূলতার সম্মুখীন হলেন ?​

Answers

Answered by sohalighosh
25

Answer:

দক্ষিণ মেরু অভিযান থেকে ফেরার পথে ভয়াবহ বিপদ এসে বাধা দিতে লাগলো । হওয়া আর বয় না , তার জাইগায় বয় জমাট বরফের কণা । দিনের পর দিন আকাশ পৃথিবীর কিছুই দেখা যায় না, শুধু বরফের বৃষ্টি। পথের দিশা অনন্ত তুষারপাতের মধ্যে হারিয়ে গেছে অনাহারে সর্ব শরীর অবসন্ন হয়ে পড়ছিল।ক্যাপ্টেন স্কট ও তার সঙ্গীরা এই ধরনের প্রতিকূলতার সম্মুখীন হলেন।

Similar questions