১ প্রিয় মুখুয্যে কে? কিভাবে তিনি রাস্তায় চলেছিলেন?
২। প্রিয়বাবু সকালে ব্যস্তসমস্ত হয়ে চলেছিলেন কেন?
৩। কোন্ জন্তু ফ্যান খায়?
৪। খিদে বেশি হলে তা বন্ধ করতে হােমিওপ্যাথিতে কি
৫। প্রিয় ডাক্তার তার গৃহিণীকে এড়িয়ে অনেক কাজ করে
৬। কয়েকটি হােমিওপ্যাথিক ওষুধের নাম লেখ।
৭। ত্রৈলােক্য প্রিয় ডাক্তারকে ‘পাগলাঠাকুর বলেছে কেন?
Answers
Answered by
4
Answer:
আমাকে উজ্জ্বল চিহ্নিত করুন
Answered by
0
Answer:
১। প্রিয় চেয়ে হল একটি হোমিওপ্যাথিক ডাক্তার।
তিনি ব্যস্তসমস্ত হয়ে রাস্তায় চলছিলেন।
২। প্রিয় প্র্যাকটিসে যাবেন বলে সকালে ব্যস্তসমস্ত হয়ে চলেছিলেন।
৩। গরু ফ্যান খায়।
৪। কি দিয়ে বেশি হলে তা বন্ধ করতে হোমিওপ্যাথিতে নাট্রাম, আইয়োডম ওষুধ খেতে হয়।
৫। প্রিয় ডাক্তার তার গৃহিণী গৃহিণীকে এড়িয়ে চলেন কারণ ডাক্তারের সব কাজ গৃহিণী সমর্থন করেন না।
৬। কয়েকটি হোমিওপ্যাথি ওষুধের নাম হল: নেট্রাম, আইওডম, ব্রায়োনিয়া ইত্যাদি ।
৭ । প্রিয় প্রথমে কিছু দিতে অস্বীকার করে কিন্তু শেষমেষ গরিবের দুঃখে কাতর হয়ে সে গরিব দুঃখীর দুঃখ বোঝে।
Explanation:
Mark me brilliant.
Similar questions