জীবনের প্রধান বৈশিষ্ট্য গুলি কি কি ?
Answers
জীবন তৈরি হয় বিভিন্ন জড় বস্তুর সমন্বয় । অথচ জড় বস্তুর থেকে তা আলাদা ! প্রথমে জীবনের বিভিন্ন বৈশিষ্ট্য এবং পরবর্তী অংশে জড়ের সঙ্গে তার পার্থক্য সম্বন্ধে আমরা জানব ।
যে পদ্ধতিতে কোনো জীব তার জীবন কালে নিজের মত নতুন যে সৃষ্টি করে তাকে 'প্রজনন' বলে । নতুন জীবন সৃষ্টির ক্ষমতা জীবের একটি প্রধান বৈশিষ্ট্য । প্রজননের মাধ্যমেই জীব বংশবৃদ্ধি করে ও পৃথিবীতে টিকে থাকে ।
জীবের প্রতিটি সজীব কোশে তথা সমগ্র দেহে জীবন চালোনার জন্য যে শক্তি নির্ভর রাসায়নিক বিক্রিয়া ঘটে তাকে বিপাক বলে । জীবনের একটি অন্যতম বৈশিষ্ট্য বিপাক । বিপাক দুই প্রকার, যথা— উপচিতিমূলক বিপাক ও অপচিতি মূলক বিপাক ।
জীবদেহ পরিবেশের বিভিন্ন উত্তেজনায় সাড়া দেয় । জীবনের এই ধর্মকে বলে উত্তেজিতা এবং উত্তেজনায় সাড়া দেওয়ার ধর্মকে বলে সাড়াপ্রদান ।
জীবের আকার, আয়তন এবং শুষ্ক ওজন স্থায়ীভাবে বেড়ে যাওয়াকে বলে বৃদ্ধি । এটি জীবনের অন্যতম প্রধান লক্ষণ ।
একই স্থানে আবদ্ধ থেকে জীবদেহের অঙ্গপ্রত্যঙ্গ সঞ্চালনকে চলন ও এর মাধ্যমে সমগ্র জীবদেহের স্থানান্তরকে গমন বলে । এই দুটিও জীবনের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য ।