English, asked by reneshaparvin, 9 months ago

বৃক্ষরােপণ-উৎসব একটি অনুচ্চদে রচনা কর​

Answers

Answered by Anonymous
5

Answer:

Toggle navigation

00:00

00:00

Close

Profile picসুমন কুমার গায়েন

৮ আগস্ট, ২০১৯ ০২:৪৬:০৮

বাইশে শ্রাবণ ‘বৃক্ষরোপণ উৎসবে’ই রবীন্দ্রনাথকে স্মরণ করে শান্তিনিকেতন

Story image

১৯৪১ সালের ২২ শ্রাবণ। ভরা বর্ষায় আপামর বঙ্গবাসীর মাথার ওপর থেকে বিরাট ছায়াটি গুটিয়ে চিরতরে চলে গেলেন রবীন্দ্রনাথ ঠাকুর। বাইশে শ্রাবণ সেই থেকে বাঙালির শোকের দিন, তাঁদের শ্রেষ্ঠ সন্তানকে স্মরণের দিন। কবিতায়-গানে-আলোচনায় চলে সেই স্মরণ। এ যেন অনেকটা গঙ্গাজলে গঙ্গাপুজো। অথচ, এই স্মরণ-উদযাপনের থেকে এইদিন অনেকটাই আলাদা হয়ে যায় রবীন্দ্রনাথের প্রাণের শান্তিনিকেতন। সেখানে তিরোধান দিবসে কবিকে স্মরণ করা হয় ভিন্নভাবে, হয়তো বা আরো নিবিড়তায়। আটাত্তর বছর ধরে, প্রতিটি বাইশে শ্রাবণে, শান্তিনিকেতনে পালিত হচ্ছে ‘বৃক্ষরোপণ উৎসব’। নিজস্ব রীতি ও ঐতিহ্য মেনে বৃক্ষরোপণের ভিতর দিয়েই এখানে স্মরণ করা হচ্ছে রবীন্দ্রনাথকে।

শান্তিনিকেতনে এই ‘বৃক্ষরোপণ উৎসবের’ সূচনা করেছিলেন স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর। ১৩৩২ বঙ্গাব্দের পঁচিশে বৈশাখ, কবির ৬৪ বছরের জন্মদিনে, ‘উত্তরায়ণের’ উত্তরে পথের ধারে ‘পঞ্চবটী’ প্রতিষ্ঠা করেছিলেন তিনি। নিজের হাতে রোপণ করেছিলেন অশ্বত্থ, বট, বেল, অশোক ও আমলকী গাছের চারা। আশ্রমের প্রথম বৃক্ষরোপণ উৎসব উপলক্ষে পণ্ডিত বিধুশেখর শাস্ত্রী আশ্রমের প্রথম এই বৃক্ষরোপণ উৎসব উপলক্ষে রচনা করেছিলেন একটি শ্লোক—

‘পান্থানাং পশুনাং পক্ষিনাং চ হিতেচ্ছায়া

এষা পঞ্চবটী রবীন্দ্রেনেহ রোপিতা।’

এর পরে, ১৯২৮ সালের ১৪ জুলাই, বৃক্ষরোপণ উৎসবে শান্তিনিকেতনের পিয়ারসন পল্লিতে নিজের হাতে বকুলগাছের চারা রোপণ করেছিলেন রবীন্দ্রনাথ। এই অনুষ্ঠানের কথা উল্লেখ করে পুত্রবধূ প্রতিমা দেবীকে এক চিঠিতে লিখেছিলেন— ‘তোমার টবের বকুল গাছটাকে নিয়ে অনুষ্ঠানটা হল। পৃথিবীতে কোনও গাছের এমন সৌভাগ্য কল্পনা করতে পার না। সুন্দরী বালিকারা সুপরিচ্ছন্ন হয়ে শাঁখ বাজাতে বাজাতে গান গাইতে গাইতে গাছের সঙ্গে যজ্ঞক্ষেত্রে এল।’

তখনই ‘বৃক্ষরোপণ উৎসব’ শান্তিনিকেতনের অন্যান্য উৎসব-আচার-অনুষ্ঠানের মতো একটি নিজস্ব চরিত্র পেয়ে গেছে। কোনোবার এই উৎসবের দিন কবিতা পাঠ করেছেন রবীন্দ্রনাথ, কখনো লিখেছেন গান। ১৯৩৬ সালে শান্তিনিকেতন আশ্রমের ঘেরাটোপ ছাড়িয়ে ভুবনডাঙায় আয়োজিত হল বৃক্ষরোপণ আর বর্ষামঙ্গল উৎসব। প্রতিষ্ঠা হল গ্রামের বিশাল জলাশয়ের। ১৯৪১ সালের বৃক্ষরোপণ উৎসব দেখে যেতে পারেননি কবি। তাঁর মৃত্যুর মাসখানেক পর রথীন্দ্রনাথ ঠাকুরের উদ্যোগে অনুষ্ঠিত হল বৃক্ষরোপণ উৎসব। এরপর, কবির মৃত্যুদিনেই অনুষ্ঠিত হতে শুরু করল বৃক্ষরোপণ উৎসব। এ যেন প্রকৃতির হাজারো জন্মের ভিতরে রবীন্দ্রনাথকে, রবীন্দ্রনাথের স্বপ্নকেই পুনর্স্থাপন করতে চাওয়া। বলতে চাওয়া মৃত্যু আদতে শেষ নয়, তা আসলে জন্মের অমোঘ গন্তব্য।

Answered by vishal1772indalkar76
0

Answer:

Block mountains are formed due to faulting. Fold Mountains are formed when two tectonic plates move towards each other leading to the folding of the layers of the Earth. Block Mountains are formed when the two tectonic plates move away from each other causing cracks on the surface of the Earth.

Similar questions