রথের মেলা নিয়ে একটি রচনা বানিয়ে দেওয়া হোক ছোটদের জন্য ক্লাস ফাইভ এর জন্য
Answers
Explanation:
Step-by-step explanation:
➡️➡️➡️➡️➡️➡️➡️➡️➡️➡️➡️➡️➡️➡️➡️➡️➡
☆☞ [ Verified answer ]☜☆
রথের মেলা নিয়ে একটি রচনা বানিয়ে দেওয়া হোক ছোটদের জন্য ক্লাস ফাইভ এর জন্যরথের মেলা নিয়ে একটি রচনা বানিয়ে দেওয়া হোক ছোটরথের মেলা নিয়ে একটি রচনা বানিয়ে দেওয়া হোক ছোটদের জন্য ক্লাস ফাইরথের মেলা নিয়ে একটি রচনা বানিয়ে দেওয়া হোক ছোটদের জন্য ক্লাস ফাইভ এর জন্য
jai siya ram☺ __/\__
➡️➡️➡️➡️➡️➡️➡️➡️➡️➡️➡️➡️➡️➡️➡️➡️➡️
¯\_(ツ)_/¯
plz mark me as the brainliest
Answer:
রথযাত্রা আষাঢ় মাসে হিন্দুদের অন্যতম উৎসব। রথযাত্রার উৎসবের আমেজে এদিন মাতোয়ারা হয় বাঙালি। রথযাত্রা মানেই রথের মেলার মজা। পশ্চিমবঙ্গের ঐতিহ্যবাহী রথের মেলা বলতে মাহেশের রথের কথা সবার মনে পড়ে। অতীতের সে রমরমা না থাকলেও মাহেশের রথের মেলা আজও বাংলার অন্যতম জনপ্রিয় মেলা। এখনও লক্ষাধিক মানুষের জমায়েত হয় রথযাত্রা উপলক্ষে। তা ছাড়াও রাজ্যজুড়ে নানাপ্রান্তে ছড়িয়ে ছিটিয়ে অনেক প্রাচীন রথের মেলা রয়েছে। এছাড়া পশ্চিমবঙ্গে রথযাত্রাকে কেন্দ্র করে যাত্রাপালার রীতিও বেশ জনপ্রিয়। পুরীতে জগন্নাথের রথ, মায়াপুরে ইসকনের রথ, শ্রীরামপুরে মাহেশের রথ, হুগলিতে রাজবলহাটের রথ, আদ্যাপীঠের রথ— এ সব বিখ্যাত রথ তো আছেই, তা বাদেও রথ এখন সর্বত্র। পাড়ায় পাড়ায়, মন্দিরে, রাস্তায়, এমনকী অলিতে-গলিতে। বাচ্চারা কত দিন ধরে পরিকল্পনা করে নিজের ছোট্ট কাঠের রথটিকে সাজিয়ে তোলে এই সময়ে। রথ সাজানোর যেন এক প্রতিযোগিতা লেগে যায় তাদের!
উৎসবের কয়েকদিন আগে থেকেই রাস্তার ধারে স্টল তৈরির কাজ, বাঁশ পোঁতা শুরু হতেই মেলার মেজাজ ঘিরে ধরে। আর ধীরে ধীরে রঙ বাহারি স্টল-দোকানপাটের ঝাঁপি খুলতেই, তাতে চোখ চলে যায় স্কুল ফিরতি শিশুদের। শুরু হয় রথের মেলার অপেক্ষা। আর কলকাতায় রথ বলতে এখন গাছের মেলা দেখা যায়, দীর্ঘ বিচ্ছেদের পর কৃষ্ণের বৃন্দাবন প্রত্যাবর্তনের স্মরণে রথের উৎসব করা হয়। ভারতীয় রাজ্য উড়িষ্যায় বিশালভাবে রথযাত্রা আয়োজিত হয়ে থাকে। এই দিন জগন্নাথ-বলরাম-শুভদ্রা মাসির বাড়ির উদ্দেশ্যে রওনা দেন এবং এক সপ্তাহ পর আবার ফিরে আসেন। ভারতের সর্বাধিক প্রসিদ্ধ রথযাত্রা পুরী শহরের জগন্নাথ মন্দিরের রথযাত্রা। রথযাত্রা শুধু বঙ্গ বা ওড়িশাবাসীর নয়, এ উৎসব এখন সব্বার, গোটা বিশ্বের। শুধু রথের দড়িতে টানের টানই নয়, বড়-ছোট সবার কাছে রথ মানেই পাপড় ভাজা-জিলিপি-বাচ্চাদের নাগরদোলা এখন অবশ্য নানা রাইড। এগুলো ছাড়া রথের মেলার কথা ভাবা যায়না। রথের মেলায় গাছের সঙ্গে রঙীন মাছ, পাখির বাজারও আছে। মেলা মানেই আনন্দ, আর রথের মেলা আনন্দের সাথে বৃষ্টিভেজা তার মজাই আলাদা। বৃষ্টিক্লান্ত প্রকৃতি এ দিন সেজে ওঠে নিজস্ব ঢঙে, আপন ছন্দে।