ইনসুলিন হরমোনের কাজ
Answers
Answered by
2
Answer:
ক্ষুর্ধাত থাকলে তখন খাওয়ার দরকার হয়। কোন কিছু গ্রহন করা হয় দেহে শক্তি বৃদ্ধি করার লক্ষ্যে। পাকস্থলীতে সকল কার্যক্রিয়া শেষ হওয়ার পরে মনো-স্যাকারাইড হিসাবে রক্তে প্রবেশ করে। অগ্ন্যাশয়ের বিটা সেল থেকে ইনসুলিন নির্গত হয়ে মনো-স্যাকারাইড ধরে দেহের কোষে নিয়ে যায়। কোষে শক্তিঘর মাইটোকন্ড্রিয়া থাকে। এই কোষে এসে অক্সিজেনের উপস্থিতিতে, সুগার ও ইনসুলিন বিক্রিয়া করে শরীরে শক্তির যোগান দিয়ে থাকে। তখন দেহে আমাদের বিভিন্ন ক্ষতিপূরন থেকে বৃদ্ধি হওয়া সবকিছু সম্পূর্ণ করে থাকে। এভাবে একটা ইনসুনলিন একটা মনো-স্যাকারাইড ধরে নিয়ে কোষে নিয়ে যায়। ফলে মানবদেহে শক্তির যোগান হয়।
Similar questions
Math,
5 months ago
Hindi,
5 months ago
Geography,
10 months ago
English,
10 months ago
Social Sciences,
1 year ago