India Languages, asked by devdey123456789, 7 months ago

"সুতরাং কলকাতা জয়ের ইতিহাস তুমি জানাে"? কে কাকে একথা বলেছেন? কলকাতা জয়ের ইতিহাস বলতে কি বােঝানাে হয়েছে?​

Answers

Answered by msuranjana842
5

উদ্ধৃত অংশটি শচীন্দ্রনাথ সেনগুপ্ত রচিত "সিরাজদৌলা" নাটক থেকে গৃহীত।

নবাব সিরাজদ্দৌলা তার সভায় উপস্থিত ইংরেজ প্রতিনিধি ওয়াটস এর উদ্দেশ্যে কথাটি বলেছেন।

(কলকাতা জয় বলতে যেটা তার ছবি টা পাঠালাম ।দেখে নাও)

Attachments:
Answered by Anonymous
5

প্রদত্ত প্রশ্নগুলির উত্তর হল নিম্নরুপ -

  • উদ্ধৃত প্রশ্নগুলি বিখ্যাত নাট্যকার শচীন্দ্রনাথ সেনগুপ্ত রচিত সিরাজদ্দৌলা নাটক থেকে নেওয়া হয়েছে।
  • প্রশ্নে যে উক্তিটি রয়েছে তা বাংলার নবাব সিরাজদ্দৌল্লা ইংরেজ প্রতিনিধি ওয়াটস্-কে বলেছিলেন।
  • ইংরেজদের বাড়বাড়ন্ত রোখার জন্য ইংরেজদের কাছে অপ্রত্যাশিত এক আক্রমণের মাধ্যমে কলকাতাকে জয় করে নবাব সিরাজদ্দৌল্লা তার নাম আলিনগর রাখেন। এই অপ্রত্যাশিত আক্রমণের ফলে ইংরেজ কর্মচারীরা মাদ্রাজে পলায়ন করেছিল এবং ফলস্বরূপ নবাবের কলকাতা জয়ের পথ প্রশস্ত হয়েছিল। কলকাতার উপর দখল নেওয়ার এই ঘটনার প্রসঙ্গেই উদ্ধৃত অংশে 'কলকাতা জয়ের ইতিহাস' কথাটি ব্যবহার করা হয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য যে নবাবের কথা থেকে এও জানা যায় যে এই কলকাতা জয়ের পূর্ণ ঘটনাক্রমটির সাক্ষী ছিল ইংরেজ প্রতিনিধি ওয়াটস্। অবশ্য পরবর্তীকালে ইংরেজরা পুনরায় কলকাতা দখল করে, তখন নবাবের সাথে ইংরেজদের আলিনগরের সন্ধির মাধ্যমে নবাবকে বেশ কিছু কঠোরতার কাছে নতিস্বীকার করতে হয়।
Similar questions