India Languages, asked by shreyadasmalda2007, 8 months ago


১. একটি বাক্যে উত্তর দাও :
১১ নােট বই কী ধরনের লেখাতে ভরা?
১.২ বা কী করে নিজে নিজে নােট বইটি লিখলেন?
চটপট, চটচট, ছটফট, কটকট এই শব্দগুলি কী ধরনের শব্দ? চটপট আর ছটফট এই দুটি শব্দ
দিয়ে দুটি করে বাক্য লেখাে।
১)নীচের বিশেষ্যগুলির আগে উপযুক্ত বিশেষণ বসাও :
লণ্ঠন, লংকা,আঠা
২]একই অর্থযুক্ত আরেকটি শব্দ কবিতা থেকে খুঁজে নিয়ে লেখাে :
পা, উত্তর, অস্থিরতার ভাব, তীক্ষ্ণতা।

Answers

Answered by barnalijateswar
5

Explanation:

১.১ নোট বই সব কিলবিল লেখাতে ভরা ।

১.২ বক্তা যখনই কোনো ভালো কথা শুনে সেগুলি চটপটি নোটবইতে লিখে রাখে ।

২. চটপট , চট চট , ছটফট , কট কট - শব্দগুলি ধনাত্মক শব্দ ।

Answered by John242
1

উপসংহার

বাক্যে

এক বা একাধিক বিভক্তিযুক্ত পদের দ্বারা যখন বক্তার মনোভাব সম্পূর্ণরূপে প্রকাশ পায়, তখন তাকে বাক্য বলে অথবা যে সুবিন্যস্ত পদসমষ্টি দ্বারা কোনো বিষয়ে বক্তার মনোভাব সম্পূর্ণরুপে প্রকাশিত হয়, তাকে বাক্য বলে। যেমন: মারিয়া আরমানকে ভালোবাসে। তারা একে অপরকে বিভিন্ন কাজে সহায়তা করে। কতগুলো পদের সমষ্টিতে বাক্য গঠিত হলেও যে কোনো পদসমষ্টিই বাক্য নয়। বাক্যের বিভিন্ন পদের মধ্যে পারস্পরিক সম্পর্ক বা অন্বয় থাকা আবশ্যক। এ ছাড়াও বাক্যের অন্তর্গত বিভিন্ন পদ দ্বারা মিলিতভাবে একটি অখণ্ডভাব পূর্ণ রুপে প্রকাশিত হওয়া প্রয়োজন, তবেই তা বাক্য হবে। বাক্য হল যোগ্যতা, আকাঙ্ক্ষা, আসত্তি সম্পন্ন পদসমষ্টি, যা বক্তার মনের ভাব সম্পূর্ণভাবে প্রকাশ করে।

মূল

১.১ নোট বই সব কিলবিল লেখাতে ভরা ।

১.২ বক্তা যখনই কোনো ভালো কথা শুনে সেগুলি চটপটি নোটবইতে লিখে রাখে ।

২. চটপট , চট চট , ছটফট , কট কট - শব্দগুলি ধনাত্মক শব্দ ।

বাক্যে সম্পর্কে আরও জানতে

https://brainly.in/question/48713502

#SPJ2

Similar questions