Hindi, asked by abdulgoffar1999, 9 months ago

দাম গল্পে সুকুমার কোন উপলব্ধিতে পৌঁছেছে ? উত্তর​

Answers

Answered by Rohit1563346
38

Answer:

নারায়ণ গঙ্গোপাধ্যায়ের লেখা দাম ছোটগল্পে সুকুমার তার লেখা বাল্যস্মৃতির মাস্টারমশাইয়ের একরকম জোর করে ছাত্রদের অংক শেখানোর প্রসঙ্গে তার উপলব্ধি পৌঁছেছে যে তরাজুরিতে গাধাটাই পাশ্চাত্য পাই অর্থাৎ মারা যায় নিজের উদাহরণ দিয়ে সুকুমার বলেছেন যে মাস্টারমশাই এর এত মার খেয়েও তিনি অংকতো শেখেনি উপরন্তু সারাজীবনের মতো তার অংক ভিত রয়ে গেছে ।

Answered by sakina32312
9

Answer:

নারায়ণ গঙ্গোপাধ্যায়ের লেখা দাম গল্পের কথক সুকুমার তার ছোটোবেলার স্কুলের বিভীষিকাস্বরূপ অঙ্কের মাষ্টারমশাইএর সমালোচনা করে পত্রিকায় বাল্য স্মৃতি লিখেছিলেন। তার বহু বছর পর তার মস্টামশাইয়ের সঙ্গে দেখা হওয়ার পর সুকুমার বুঝলেন যে এতদিন সে শুধু মাষ্টারমশাই এর শাসনের ভীতিকেই উপলব্ধি করেছিলেন , তার স্নেহের ধারাকে উপলব্ধি করতে পারেননি। মাষ্টারমশাই এর স্মৃতি কে তিনি দশ টাকায় বিক্রি করেছিলেন ,এই ভেবে সুকুমার আত্মগ্লানিতে জর্জরিত হন।

hope it helps

আমি সঠিক উত্তর দিলাম

Similar questions