নারী আন্দোলনে মাতঙ্গিনী হাজরার ভূমিকা আলোচনা কর?
Answers
নারী আন্দোলনে মাতঙ্গিনী হাজরার ভূমিকা আলোচনা কক
Answer:
নারী আন্দোলনে মাতঙ্গিনী হাজরার ভূমিকা ছিল অপরিসীম।১৯৪২ খ্রিস্টাব্দের ভারত ছাড়ো আন্দোলনে যে সকল নারী নিজেদের বীরত্বের পরিচয় দিয়েছিলেন তাদের মধ্যে মাতঙ্গিনী ছিলেন অন্যতম।তিনি ছিলেন গান্ধীবাদী নারী।সেই জন্য তিনি "গান্ধী বুড়ি" নামেও পরিচিত।ভারত ছাড়ো আন্দোলন (১৯৪২) চচলাকালীন মেদিনীপুরের জনগণ থানা, আদালত ও অন্যান্য সরকারি অফিস জোরপূর্বক দখল করার উদ্দেশ্যে আক্রমণের পরিকল্পনা করছিল। ওই সময় ৭২ বছর বয়সী মাতঙ্গিনী শোভাযাত্রায় নেতৃত্ব দেন। ২৯ সেপ্টেম্বর পুলিশের গুলি তাঁর বাহুতে আঘাত হানে। নির্ভীক মাতঙ্গিনী তাদের নিজেদের ভ্রাতৃবর্গের উপর গুলি না চালানোর জন্য পুলিশের নিকট সনির্বন্ধ অনুরোধ জানাতে থাকেন। আরেকটি বন্দুকের গুলি তাঁর কপাল ভেদ করে যায়। তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।
এই মহিয়সী নারী চিরকাল আমাদের স্মরণে থাকবেন।