English, asked by sonalisadhukhan2009, 8 months ago

তোমার ইস্কুলের মায়না কম নেওয়ার জন্য প্রিন্সিপাল কে আবেদন পত্র চিঠি পাঠাও​

Answers

Answered by Anonymous
37

Answer:

বর্তমানে আবেদন/দরখাস্ত লিখনে তারিখ বাম পাশে সবার উপরে ও ভদ্রোচিত বিদায় সবার নিচে বামপাশে মার্জিন বরাবরে লিখতে দেখা যায় এবং পত্রের ছয়টি অংশই বাম মার্জিন বরাবরে লেখার প্রচলন চলমান।

একটি আবেদন পত্র: মনে কর তোমরা পঞ্চম শ্রেণির শিক্ষার্থী । ফুটবল খেলা দেখতে ভালোবাসো। আজ দুটি দলের মধ্যে ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। উক্ত ফাইনাল খেলা দেখার জন্য সাময়িক ছুটি চেয়ে প্রধান শিক্ষকের নিকট একখানা আবেদন পত্র লেখ।

Answered by shomekeyaroy79
2

আমাদের দৈনন্দিন জীবনে অফিসে, আদালতে, পঞ্চায়েত অফিসে, কর্পোরেশন অফিসে, স্কুল-কলেজে, ব্যাঙ্কে, বা আত্মীয় স্বজনের কাছে বিভিন্ন প্রয়োজনে চিঠি বা দরখাস্ত লিখতে হয় । আমরা যারা সাধারণত গ্রাম বাংলায় বা বাংলা মাধ্যমে পড়াশুনা শিখি বা শিখেছি বেশীর ভাগ ক্ষেত্রেই ইংরেজিতে চিঠি বা দরখাস্ত লিখতে গেলে কিভাবে লেখা শুরু করব তা ভাবতে ভাবতে প্রচুর সময় চলে যায় । এমনকি ঠিক সময়ে লেখা হয়েও ওঠেনা । যদিও সব ক্ষেত্রে ইংরেজিতেই লিখতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই । তবুও মনে হয় যেন ইংরেজিতে লিখলে বোধ হয় ভাল হয় । বাজারে চিঠি লেখার বই ইংরেজিতে ও বাংলায় বহু পাওয়া যায় । আমরা বিভিন্ন বই থেকে কিছু কিছু চিঠি/দরখাস্ত সংগ্রহ করে সহজ ভাষায় বাংলা ও ইংরেজিতে আমাদের ওয়েবসাইটে তুলে ধরেছি । ইন্টারনেট সুবিধা যুক্ত মোবাইল ফোনের সাহায্যেও আমাদের ওয়েবসাইট থেকে দেখা যায় । তাই খুব প্রয়োজনে মোবাইল ফোনের সাহায্যে চিঠি/দরখাস্ত লেখার নমুনা সংগ্রহ করতে পারেন এবং অন্যের সাহায্য ছাড়াই নিজে নিজের সমস্যা সমাধান করতে পারবেন । এই সঙ্গে কিছুটা ইংরেজি শেখাও হয়ে যাবে । এই সমস্ত সমস্যা (যা ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে উপলব্ধি হয়েছে) থেকে যদি কিছুটা আগ্রহীদের সাহায্য করতে পারা যায় বা কাজে লাগে তাহলে আমাদের এই প্রয়াস সার্থক হবে বলে মনে করি ।

Similar questions