একটা চিঠি লিখো তোমার প্রিন্সিপাল স্যারকে যে একটু স্কুলের মাইনা কম নেওয়ার জন্য একটা আবেদনপত্র স্কুলের মাইন আবার টাকা কম নেওয়ার জন্য আবেদন পত্র চিঠি লেখ
Answers
Answer:
ছাড় পত্রে বদলির বিষয়টি,কারণ এবং বদলির স্থান, উল্লেখ করে পত্রটি লিখবেন।]
তারিখ:
বরাবর,
প্রধান শিক্ষক
স্কুল/কলেজ/বিশ্ব বিদ্যালয় নাম_____
স্থান এর নাম_____
বিষয়: ছাড়পত্রের জন্য আবেদন।
জনাব,
বিনীত নিবেদন এই যে, আমি আপনার প্রতিষ্ঠানের একজন নিয়মিত ছাত্র/ছাত্রী। জানিয়ে রাখি যে, আমার বাবা একজন সরকারি চাকরিজীবী। আমার বাবা ঢাকা থেকে খুলনা(বদলির জায়গার নাম) বদলি হয়েছে। যার জন্য আমার পরিবারের সকলে সেখনে চলে যাবেন। তাই আমাকেও খুলনা চলে যেতে হচ্ছে। সেখানের একটি স্কুল/কলেজ/বিশ্ববিদ্যালয়ে আমার ভর্তির ব্যবস্থা করা হয়েছে। ঐ প্রতিষ্ঠানে ভর্তির জন্য আমার বর্তমান স্কুল/কলেজ/বিশ্ববিদ্যালয়ের ছাড়পত্র এবং মার্কশীট প্রয়োজন।
অতএব, আমার অসুবিধার কথা বিবেচনা করে অত্র বিদ্যালয় থেকে একটি ছাড়পত্র প্রদান করে বাধিত করতে মহাশয়ের আজ্ঞা হয়।
নিবেদক—
আপনারই একান্ত বাধ্যগত ছাত্র/ছাত্রী
(আপনার নাম)_________
শ্রেণী :
রোল নং -
[কেবল একটি ফরমেট দিলাম আপনাকে। আসলে আপনার ছাড়পত্রের কারন তো আমি জানি না তাই এই ক্যাটাগরিতে লিখুন]
ভুল হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ
Explanation:
Hope this could help you mark me as brainist and please please follow me..!