Science, asked by arsafulhossain362, 10 months ago

এক টি পুকুরের জলে বিশক্রিয়া হলে কোন কোন জিবের বাসস্থান নষ্ট হতে পারে আর অন্ন কি ককি ক্ষতি হতে পপারে বলে তুমি মনে কর তা লেখ​

Answers

Answered by ashubhat2403
0

Answer:

সম্প্রতি দামোদর নদের জলে বিষাক্ত রাসায়নিক মেশানোর ছবি সামনে এসেছে। একই কারণে মাছের মড়ক দেখা গিয়েছিল সাঁতরাগাছি ঝিলে। পরিবেশপ্রেমীরা ঘটনার প্রতিবাদে রাস্তায় নেমেছিলেন। মন্ত্রী হুঁশিয়ারি দিয়েছেন। কাজও হচ্ছে বলে দাবি করেছেন চন্দ্রকান্ত সিনহা। জেনে নিন কি ক্ষতি হচ্ছে এই মাছ চাষিদের কীটনাশক প্রয়োগের ফলে।

মাছ আমাদের প্রাণিজ আমিষের অন্যতম উৎস। কর্মসংস্থান, বৈদেশিক মুদ্রা উপার্জন এবং পুষ্টি সরবরাহে মাছের উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে। একই পুকুরে নানা জাতের মাছ চাষ করা যায়, খাল ও ডোবায় মাছ চাষ করা যায়, আবার চৌবাচ্চায়, খাঁচায় মাছের চাষ করা যায়। কোনো নির্দিষ্ট জলাশয়ে পরিকল্পিত উপায়ে স্বল্পপুঁজি, অল্পসময় ও লাগসই প্রযুক্তির মাধ্যমে মাছের বিভিন্ন নিয়ম মেনে প্রাকৃতিক উৎপাদনের চেয়ে অধিক মাছ উৎপাদনই মাছ চাষ। মাছ চাষে লাভবান হতে হলে মাছ চাষ পরিকল্পনা থেকে শুরু করে বাজারজাত করা পর্যন্ত

প্রতিটি পর্বে মাছ চাষিকে বিশেষ কিছু নিয়মকানুন মেনে চলতে হয়। সেই সমস্ত নিয়ম ভেঙে বেশি রাসায়নিক মাছ চাষ করলে প্রথমে মাছ যেমন অস্বাস্থ্যকর হবে পাশাপাশি মাছচাষের জন্যও তা অত্যন্ত ক্ষতিকর। পুকুরের স্বাভাববিক পরিবেশ নষ্ট হয় ফলে পরবর্তী মাছ চাষে মাছেদের জন্য প্রাকৃতিক খাবার কম ও অস্বাস্থ্যকর হয় ফলে মাছের বৃদ্ধি ব্যহত হয়ে মাছচাষীরা ক্ষতির স্বীকার হন। এভাবে মাছ মারলে অনেক কুফল হতে পারে।

Similar questions