জীত্বে মধ্যে প্রকরণ সৃষ্টিতে মিয়ােসিসের ভূমিকা উল্লেখ করাে। মাইটোসিস কোশ বিভাজনের অ্যনাফেজ দশার তিনটি বৈশিষ্ট্য লেখ।
Answers
Answered by
21
Answer:
উঃ- জীবের মধ্যে প্রকরণ সৃষ্টিতে মিয়োসিসের ভূমিকা হল-
মিয়োসিস কোশ বিভাজনের সময় ক্রসিং ওভারেরে মাধ্যমে ক্রোমোজোমের মধ্যে জিনের পুনর্বিন্যাস ঘটে যা অপত্য জীবদেহে জিনগত ভেদ সৃস্টির মাধ্যমে প্রকরণের সৃস্টি করে এবং জীবের অভিব্যাক্তিতে মূখ্য ভূমিকা গ্রহণ করে।
মাইটোসিস কোশ বিভাজনের অ্যানাফেজ দশার তিনটি বৈশিষ্ট্য হল-
ক) অ্যানাফেজ দশা হল সবচেয়ে বেশি ক্ষণস্থায়ী ।
খ) ক্রোমোজোমাল তন্তুর সংকোচনের জন্য ক্রোজোরেস্টি সিস্টার ক্রোমাটিড দুটি বিভক্ত হয়ে গিয়ে কোশের বিপরীত মেরুর দিকে অগ্রসর হয়। এই ঘটনাকে অ্যানাফেজীয় চলন বলে।
গ) অপত্য ক্রোমোজোম গঠনের পর বেমতন্তুগুলি পরস্পরের সঙ্গে মিলিত হয়ে কোষের মাঝ বরাবর ইন্টারজোনাল তন্তু গুচ্ছ বা স্টেম বডি গঠন করে।
ঘ) এই দশার শেষের দিকে অপত্য ক্রোমোজোমগুলি বেমের বিপরীত দিকে অবস্থান করে
Explanation:
please mark as brain list
Similar questions
Hindi,
4 months ago
Science,
4 months ago
Social Sciences,
9 months ago
Hindi,
9 months ago
Chemistry,
1 year ago