ট্রপােস্ফিয়ারে বৈপরীত্য উষ্ণুতা সৃষ্টির কারণগুলি উল্লেখ করাে।
Answers
Answered by
1
Answer:
বায়ুমন্ডলের সকল স্তর গুলির মধ্যে শুধুমাত্র ট্রপোস্ফিয়ারের আপেক্ষিক তাপ কম এবং বিকিরণ বেশি। ভূপৃষ্ঠের বায়ুতে আপেক্ষিক তাপ কম হলেও বিকিরণের হার বেশি হওয়ায় প্রধানত শীতকালীন দীর্ঘ রাত গুলোতে প্রচুর তাপ বিকিরণ হয়, এর ফলে বৈপরীত্য উত্তাপ সৃষ্টি হয়।
শুধুমাত্র ট্রপোস্ফিয়ারের শীতল বায়ু উত্তপ্ত বায়ু অপেক্ষা বেশি ভারী, রাত্রিবেলা তাপ বিকিরণ এর ফলে উচ্চ পর্বতের গায়ে বায়ু শীতল ও ভারী হয়ে পর্বতগাত্র ঢাল বরাবর ধীরে ধীরে নেমে উপকার নিচের অংশ দখল করে নেয়। এর ফলে নিচের অংশের উষ্ণতা উচ্চ পর্বতের উচ্চতা অপেক্ষা অনেক কম থাকে।
Similar questions