Geography, asked by rahinkhan3208, 11 months ago

দিন রাত কিভাবে হয়্য​

Answers

Answered by DEBOBROTABHATTACHARY
0

পৃথিবীর পর্যায়ক্রমিক আবর্তনের ফলে আলোকিত দিকটা অন্ধকারে ও অন্ধকারের দিকটা সূর্যের দিকে চলে আসে। এর ফলে দিন-রাত্রি পাল্টে যায়।

অন্ধকার স্থানগুলো আলোকিত হওয়ার ফলে এসব স্থানে দিন হয় এবং আলোকিত স্থান অন্ধকার হয়ে যায় বলে ওইসব স্থানে রাত হয়।

এভাবে আহ্নিক গতির ফলেই পর্যায়ক্রমে পৃথিবীর দিনরাত্রি সংঘটিত হচ্ছে ।

Similar questions