History, asked by ratanchowhan04, 6 months ago

খ) ভীমবেটকা ;
গ) সিটাডেল :
২.
আদিম মানুষ যাযাবর ছিল—নিজের উত্তরের সপক্ষে তিনটি বাক্য লেখ
উপযুক্ত তথ্য দিয়ে দুটি সভ্যতার মধ্যে তুলনামূলক আলােচনা করাে-
মেহেরগড়
হরপ্পা সভ্যতা
অবস্থান
সময়কাল
বৈশিষ্ট্য
১.
১.​

Answers

Answered by yash5576
8

Answer:

Yes, yes

Explanation:

Hope it's help you

Answered by gourangamondal7641
7

খ) ভীমবেটকা ; এটি মধ্যপ্রদেশে অবস্থিত।

গ) সিটাডেল : শহরে একটি উঁচু এলাকা থাকত সেই উঁচু এলাকাকে বলা হয় সিটাডেল।

২.

আদিম মানুষ যাযাবর ছিল—নিজের উত্তরের সপক্ষে তিনটি বাক্য লেখ

উত্তর:- প্রথমত – আদিম মানুষ প্রথমদিকে কৃষিকাজ জানতো না। তাই আদিম মানুষ খাবারের খোঁজে এক জায়গায় থেকে অন্য জায়গায় যেত।

দ্বিতীয়ত – আদিম মানুষ তারা যে পশুপালন করত তাদের খাবারের জন্য যাযাবর জীবন যাপন করতে হতো।

উপযুক্ত তথ্য দিয়ে দুটি সভ্যতার মধ্যে তুলনামূলক আলােচনা করাে-

মেহেরগড়

অবস্থান বর্তমান পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে।

সময়কাল খ্রিস্টপূর্ব ৭০০০ থেকে ৩৮০০ পর্যন্ত।

বৈশিষ্ট্য –

i ) মেহেরগড় সভ্যতার মানুষ ধাতুর ব্যবহার জানতো না।

ii ) এই সভ্যতার মানুষেরা কৃষিকাজ করতে জানতো।

iii ) মেহেরগড় সভ্যতার মানুষেরা কুমোরের চাকাই মাটির পাত্র বানানোর কৌশল জানতো।

হরপ্পা সভ্যতা

অবস্থান উত্তরে জম্মুর মান্ডা থেকে দক্ষিনে গুজরাট ও কচ্ছ অঞ্চল, পশ্চিম পাকিস্তানের বালুচিস্তান ও পূর্বদিকে আলমগীর পর্যন্ত বিস্তৃত ছিল।

সময়কাল – খ্রিস্টপূর্ব ৩০০০ – ১৫০০ পর্যন্ত।

বৈশিষ্ট্য:

i ) হরপ্পা সভ্যতাতে তামা ও ব্রোঞ্জ ধাতুর ব্যবহার হতো।

ii ) এটি একটি নগরকেন্দ্রিক সভ্যতা ছিল।

iii ) হরপ্পা সভ্যতাতে সমস্ত নগর সমান ছিল না।

' .

Similar questions