তদবিষয়ে যথোপযুক্ত আনুকূল্য করিব - বক্তা কোন বিষয়ে আনুকূল্য করার প্রতিশ্রুতি দিলেন?
Answers
বিদ্যাসাগর রচিত 'অদ্ভুত আতিথেয়তা' গল্পে বক্তা হলেন আরব সেনাপতি।
মুর সেনাপতি দিক ভ্রষ্ট হয়ে বিপক্ষ শিবিরে গিয়ে পৌঁছায়। মুর সেনাপতিকে আরব সেনাপতি অতিথি রূপে আপ্যায়ন করেন। তারপর তিনি মুর সেনাপতির সুরক্ষার জন্য একটি ঘোড়া দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন।
Answer:
প্রশ্নোক্ত অংশটি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ‘অদ্ভুত আতিথেয়তা’ নামক গল্প থেকে নেওয়া হয়েছে। উক্তিটির বক্তা হলেন আরব সেনাপতি। আরব সেনাপতি আশ্রয় দিয়েছিলেন এক মুর সেনাপতিকে। তার আহার ও নিদ্রার সুব্যবস্থাও করে দিয়েছিলেন তিনি। পরের
প্রসঙ্গ
দিন প্রভাতে মুর সেনাপতি যাতে স্বস্থানে প্রত্যাবর্তন করতে পারেন, সেই প্রসঙ্গেই বক্তা মুর সেনাপতির উদ্দেশে কথাগুলি বলেছেন। আরব সেনাপতি মুর সেনাপতির সঙ্গে কথোপকথনের সময় জানতে পেরেছেন যে মুর সেনাপতিই তার পিতৃহস্তা। তখনই তিনি মনে মনে স্থির করে ফেলেন যে, মুর সেনাপতি তার চরম শত্রু এবং তাকে নিধন করার চেষ্টা করবেন। কিন্তু আরবজাতির আতিথেয়তা জগতে তাৎপর্য তুলনাহীন ৷ পরম শত্রুকেও তারা অতিথিরূপে সেবা করে থাকে। অতিথির ক্ষতি তারা করে না। তাই মুর সেনাপতি যখন অতিথি, তখন তার ক্ষতি আরব সেনাপতি করতে চাননি। তাই তার নিজ শিবিরে ফিরে যাওয়ার ব্যবস্থা তিনি করে দেবেন বলে জানিয়েছেন।