Math, asked by shykhryhangmailcom, 9 months ago

“জবাবটা জেনে নেব”-
(ক) মেজদাকে অনুরােধ করে
(খ) মেজদাকে খুঁচিয়ে
(গ) মেজদাকে ভয় দেখিয়ে
(ঘ) মেজদার মাধ্যমে।​

Answers

Answered by Swarup1998
2

(খ) মেজদাকে খুঁচিয়ে

জবাবটা জেনে নেব মেজদাকে খুঁচিয়ে।

বিষদ আলোচনা :

প্রশ্নোক্ত 'জবাবটা জেনে নেব মেজদাকে খুঁচিয়ে' কথাটি বিশিষ্ট শিশুসাহিত্যিক সুকুমার রায় রচিত 'নোটবই' কবিতা থেকে নেওয়া হয়েছে।

কবিতায় কথকের মনে হঠাৎ করেই প্রশ্ন জাগে যে, 'ঝোলাগুড়' কোন্ জিনিস তৈরি করতে কাজে লাগে - সাবান না পটকা? অভ্যাসবশতই প্রশ্নটি তিনি নোটবুকে লিখে ফেলেন।

তাঁর পরবর্তী উদ্দেশ্য ছিল তাঁর মেজদাকে 'খুঁচিয়ে' প্রশ্নটির উত্তর বের করা। এখানে 'খুঁচিয়ে' শব্দের অর্থ 'জিজ্ঞাসা করে'।

Similar questions