Environmental Sciences, asked by ankitakanjilal4, 7 months ago

কম গভীর টিউবওয়েলের জল খাওয়া উচিত নয় কেন ​

Answers

Answered by payal1020876
5

Answer:

পৃথিবীর তিন ভাগ জল, এক ভাগ স্থল মানেই কি পৃথিবীতে পানীয় জলের অভাব নেই? বরং উল্টোটাই সত্যি! সারা পৃথিবী জুড়ে আজ নিরাপদ পানীয় জলের হাহাকার| কিন্তূ কেন? এই প্রশ্নের উত্তর পেতে জানতে হবে জলের মতনই সহজ কিছু বিষয় সম্পর্কে, যা প্রতিদিন আমরা শুনে থাকি, কিন্তূ সঠিক ধারনা আমাদের নেই| এমনই বিষয় নিয়ে লেখা এটি…

জল : পৃথিবীর সবচেয়ে মূল্যবান সম্পদ

সৌরজগতের কোনো গ্রহে প্রাণের অস্তিত্ব বিঞ্জানীরা আজও পেয়েছেন কি? কেন জানো? পৃথিবীর মতো কোথাও বোধহয় জল নেই| নেই প্রাণ টিকে থাকার মত বাতাসও| তাই জলই হল পৃথিবীর সবচেয়ে মূল্যবান সম্পদ| আমাদের বেঁচে থাকাতে কি না কাজে লাগে জল| জল পান না করলে আমরা বেঁচে থাকতেই পারতাম না| এছাড়াও পরিষ্কার পরিচ্ছন্ন থাকার জন্য জল না হলেই নয়| আবার মল মূত্র ত্যাগের পর তা পরিষ্কার পরিচ্ছন্ন করে দূরে রাখতে, অর্থাত স্যানিটেশন যাকে বলা হয়, তাতেও জল অপরিহার্য| জল ছাড়া শিল্পের কাজও ভাবাই যায় না| বিপদ আপদ, দুর্ঘটনায়ও জলকে মনে করা হয় খুব প্রয়োজনীয় সম্পদ| এসব কিছু বিবেচনা করে বলা যায়, জল আমাদের বেঁচে থাকার জন্য অপরিহার্য প্রাকৃতিক সম্পদ| শুধু জল থাকলেই হবে না, পরিষ্কার পানীয় জল যদি না থাকতো তাহলে জলবাহিত রোগ যেমন, পাতলা পায়খানা, কলেরা, টাইফয়েড ইত্যাদি রোগে বোধহয় পৃথিবী থেকে মানুষের অস্তিত্বই বিলুপ্ত হয়ে যেত|

আশা করি এটি আপনাকে সাহায্য করবে

please mark me branlist I want 8 branlist

Similar questions