Environmental Sciences, asked by mrnick867, 7 months ago

ছবিটি রং করাে। ছবিটি নিয়ে তিনটি বাক্য লেখাে।
শ​

Answers

Answered by parvy3740
1

Answer:

জাতীয় সারাবাংলা বিশ্ব বিনোদন খেলা জীবনযাপন ইসলামী জীবন ভাইরাল প্রথম পৃষ্ঠা শেষ পৃষ্ঠা খবর শুভসংঘ

হোম

অনলাইন

জাতীয়

সারাবাংলা

সারাবিশ্ব

বাণিজ্য

বিনোদন

বিবিধ

রিপোর্টার্স ডায়েরি

খেলাধুলা

পাঠককণ্ঠ

জীবনযাপন

তথ্যপ্রযুক্তি

ইসলামী জীবন

পরবাস

ভাইরাল

কর্পোরেট কর্নার

ইসলাম ও মুসলিম বিশ্ব

বই মেলা

আজকের পত্রিকা

প্রথম পাতা

শেষের পাতা

খেলা

খবর

দেশে দেশে

প্রিয় দেশ

ডাক্তার আছেন

ইসলামী জীবন

পড়ালেখা

সম্পাদকীয়

উপ-সম্পাদকীয়

শুভসংঘ

রংবেরং

ফিচার

চাকরি আছে

টিউটর

স্বপ্নের স্কুল

দলছুট

রঙের মেলা

A টু Z

ক্যাম্পাস

শিলালিপি

ঘোড়ার ডিম

লাভ ক্ষতি

কথায় কথায়

হুমায়ূনের জন্য ভালবাসা

ই-পেপার

সপ্তম শ্রেণি : বাংলা প্রথম পত্র

সৃজনশীল প্রশ্ন

মো. সুজাউদ দৌলা প্রভাষক রাজউক উত্তরা মড

২২ মার্চ, ২০১৫ ০০:০০

Shareঅ+অ-

গদ্য : ছবির রং

প্রশ্ন : নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নগুলোর উত্তর দাও :

ভারতের লক্ষ্নৌ থেকে নির্ঝর ও নিলয় ঢাকায় এসেছে। ঢাকার একটি চিত্র প্রদর্শনীতে যায় তারা। একটি ছবির কাছে এসে নির্ঝরের চোখ থমকে যায়। ছবিটি যশোরের ঐতিহ্য নিয়ে আঁকা। এটি যেন ভিন্ন কোনো প্রকৃতির ছবি।

ক. বাংলাদেশে ঋতু কয়টি?

খ. এ দেশের প্রকৃতির নানা রূপের প্রতিফলন ঘটেছে ছবিতে- বুঝিয়ে লেখো।

গ. নির্ঝরের দেখা ছবিটির বৈশিষ্ট্য কী- ব্যাখ্যা করো।

ঘ. চিত্রশিল্পকে বিশ্বের দরবারে তুলে ধরতে উদ্দীপকে উল্লিখিত ছবি আঁকার প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো।

উত্তর :

ক. বাংলাদেশে ঋতু ছয়টি।

খ. ঋতুভেদে বাংলাদেশের প্রকৃতি ভিন্ন ভিন্ন রূপ ধারণ করে।

ষড়ঋতুর দেশ বাংলাদেশ। একেক ঋতুতে একেক রকম রং ও রূপের প্রতিফলন ঘটে এ দেশের প্রকৃতিতে। এ দেশের চিত্রশিল্পীরা তাদের আঁকা ছবিতে প্রকৃতিকে বেছে নেয়। বাংলার প্রকৃতিতে সব সময়ই নানা রূপের প্রতিফলন ঘটে। ফলে এ দেশি চিত্রশিল্পীদের আঁকা ছবিতেও সব সময়ই প্রতিফলন ঘটেছে প্রকৃতির নানা রং ও রূপের।

গ. নির্ঝরের দেখা ছবিটিতে ঐতিহ্যের প্রতিফলন ঘটেছে।

'ছবির রং' প্রবন্ধে বলা হয়েছে- দেশের শিল্পীরা অনেক মুক্ত, সহজ ও সাহসী। নানা রকম মৌলিক ও উজ্জ্বল রংকে এ দেশের শিল্পীরা ছবিতে স্থান দিচ্ছে। তাই সহজেই ছবিতে বাংলার চিত্রশিল্পীর আলাদা বৈশিষ্ট্য দেখা যায়।

এ বৈশিষ্টের কারণেই ছবিটি নির্ঝরের কাছে আলাদা মনে হয়েছে।

যেহেতু এ দেশের প্রকৃতিতে রয়েছে নানা রং, তাই উদ্দীপকের ছবিটিতেও 'ছবির রং' প্রবন্ধে বর্ণিত দেশি চিত্রশিল্পীদের আঁকা ছবির মতোই উজ্জ্বল ও মৌলিক রং ব্যবহার হয়েছে। যশোরের ঐতিহ্য নিয়ে আঁকা ছবির এ বৈশিষ্ট্যই নির্ঝরের চোখে ধরা পড়েছে।

ঘ. বিশ্বের দরবারে চিত্রশিল্পকে

তুলে ধরতে উদ্দীপকে উল্লিখিত চিত্র প্রদর্শনীর প্রয়োজনীয়তা রয়েছে।

এর ফলে এক দেশের ছবির সঙ্গে অন্য দেশের লোকজনের পরিচয় ঘটে। বিশ্বের দরবারে নিজেদের আঁকা ছবিকে তুলে ধরতে এমন আয়োজনের বিকল্প নেই।

উদ্দীপকের বর্ণনা মতে, ভারতের লক্ষ্নৌ থেকে নির্ঝর ও নিলয় ঢাকায় এসেছে। ঢাকার একটি চিত্র প্রদর্শনীতে যায় তারা।

প্রদর্শনীর কারণে সবার কাছে এ দেশের ছবি পরিচিতি পাচ্ছে।

আমাদের চিত্রশিল্পকে বিশ্বের দরবারে তুলে ধরার জন্য এ ধরনের প্রদর্শনীর আয়োজন করতে হবে।

এমন আয়োজনের ফলেই লক্ষ্নৌ থেকে আসা নির্ঝরের চোখে ধরা পড়েছে যশোরের ঐতিহ্যের ছবির আলাদা বৈশিষ্ট্য।

এ দেশি শিল্পীদের আঁকা ছবির সঙ্গে পরিচিত হতে পারছে বিদেশ থেকে আসা শিল্পীরা। তাই বলা যায়, চিত্রশিল্পকে বিশ্বের দরবারে

তুলে ধরতে হলে চিত্র প্রদর্শনীর আয়োজন বেশ ভূমিকা রাখে।

If helps please mark as brainliest and support me

Thank you

Similar questions