India Languages, asked by parvinsaleha270, 6 months ago

বিসর্গ সন্ধির ফলে বিসর্গ রূপান্তরিত হয়ে লুপ্ত হয়েছে, এমন দুটি উদাহরণ দাও.????​

Answers

Answered by Swarup1998
2

বিসর্গ সন্ধির ফলে বিসর্গ রূপান্তরিত হয়ে লুপ্ত হয়েছে, এমন উদাহরণ -

অতঃ + এব = অতএব, নিঃ + স্তব্ধ = নিস্তব্ধ,

যশঃ + ইচ্ছা = যশইচ্ছা, সদ্যঃ + পতি = সদ্যপতি,

মনঃ + স্থ = মনস্থ, সদ্যঃ + উচ্চারিত = সদ্যউচ্চারিত,

সদ্যঃ + উত্থিত = সদ্যউত্থিত, নিঃ + স্পন্দ = নিস্পন্দ,

সদ্যঃ + উদ্ভূত = সদ্যউদ্ভূত

বিসর্গসন্ধি:

প্রথম শব্দের শেষে অবস্থিত বিসর্গের সঙ্গে পরের শব্দটির শুরুতে থাকা স্বরধ্বনি বা ব্যঞ্জনধ্বনি যুক্ত হলে সন্ধির ফলে বিসর্গ নতুন শব্দে অন্য ধ্বনিতে রূপান্তরিত হয়। একেই আমরা বিসর্গসন্ধি বলে থাকি।

বিসর্গসন্ধির ফলে বিসর্গটির বিভিন্ন রকমের বদল হতে পারে।

যেমন - বিসর্গধ্বনি রূপান্তরিত হয়ে () হয়, বিসর্গধ্বনি রূপান্তরিত হয়ে (স্) / (শ্) / (ষ্) হয়, ইত্যাদি।

Answered by mihirrohit03
0

Explanation:

मूल शब्द औद्योगिक सब धर्मों के पाठ को लिखो

Similar questions