India Languages, asked by banerjeesukhen564, 7 months ago

২.১ ‘অশত্থ গাছ’ কে পথিক জনের ছাতা বলা হয়েছে কেন
২.২ শঙ্কর কীসের স্বপ্ন দেখে?
২.৩ আকন্দবাড়ি স্কুলের জানালা থেকে কী কী দেখা যায়?
২.৪ কোথায় রুমালটি বেড়াল হয়ে গিয়েছিল ?
২.৫ শেষ পর্যন্ত বিড়ালটি কোথায় চলে গেল?​

Answers

Answered by desusmita442
12

Answer:

) অশ্বত্থ গাছ অনেক বড় হয় তাই বেশি জায়গা জুড়ে ছায়া দান করে । কোন পথিক যদি হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে যায় , তখন এই গাছের নীচে বসে অনায়াসে আরাম ও বিশ্রাম নিতে পারে । ছাতার মতো ছায়া দেয় বলে অশত্থ গাছকে পথিক জনের ছাতা বলা হয়েছে ।

) ঘাসের উপর রুমালটা বেড়াল হয়ে গিয়েছিল ।

) শেষ পর্যন্ত বেড়ালটা বাগানের বেড়া টপকিয়ে ক্রমাগত ফ্যাচফ্যাচ করে হাসতে হাসতে চলে গেল ।

SORRY , আসলে নেক দি গে পড়েছি তো তাই সব প্রশ্নের উত্তর দিতে পারলাম না যেটুকু নে ছিল তার থেকেই কিছু প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করলাম

আশা করি তোমার কাজে লাগবে

STAY SAFE AND BE CAREFUL ...........

Similar questions