২.১ ‘অশত্থ গাছ’ কে পথিক জনের ছাতা বলা হয়েছে কেন
২.২ শঙ্কর কীসের স্বপ্ন দেখে?
২.৩ আকন্দবাড়ি স্কুলের জানালা থেকে কী কী দেখা যায়?
২.৪ কোথায় রুমালটি বেড়াল হয়ে গিয়েছিল ?
২.৫ শেষ পর্যন্ত বিড়ালটি কোথায় চলে গেল?
Answers
Answered by
12
Answer:
১) অশ্বত্থ গাছ অনেক বড় হয় তাই বেশি জায়গা জুড়ে ছায়া দান করে । কোন পথিক যদি হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে যায় , তখন এই গাছের নীচে বসে অনায়াসে আরাম ও বিশ্রাম নিতে পারে । ছাতার মতো ছায়া দেয় বলে অশত্থ গাছকে পথিক জনের ছাতা বলা হয়েছে ।
৪) ঘাসের উপর রুমালটা বেড়াল হয়ে গিয়েছিল ।
৫) শেষ পর্যন্ত বেড়ালটা বাগানের বেড়া টপকিয়ে ক্রমাগত ফ্যাচফ্যাচ করে হাসতে হাসতে চলে গেল ।
SORRY , আসলে অনেক দিন আগে পড়েছি তো তাই সব প্রশ্নের উত্তর দিতে পারলাম না । যেটুকু মনে ছিল তার থেকেই কিছু প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করলাম ।
আশা করি তোমার কাজে লাগবে ।
STAY SAFE AND BE CAREFUL ...........
Similar questions