India Languages, asked by ronitchatterjee1, 9 months ago

**প্রবন্ধ রচনা**

বিজ্ঞানের উন্নতি ও মানবজীবনের ভবিষ্যত ।

কেও দয়া করে বলে দিন।​

Answers

Answered by sohalighosh
1

Answer:

ভূমিকা:- মানব সভ্যতার বিজয়রথের চালক হল বিজ্ঞান । সমগ্র মানবসভ্যতার অগ্রগতিতে বিজ্ঞানের অবদান অপরিসীম । মানব সভ্যতার হাহক হল বিজ্ঞান । গুহাবাসী মানুষ যেদিন আগুন জ্বালাতে শিখল, যেদিন নগ্ন গায়ে গাছের ছালকে পরিধেয় হিসাবে ব্যবহার করতে শিখল, সেদিন থেকেই শুরু হল বিজ্ঞানের জয়যাত্রা ।

বিজ্ঞানের জয়যাত্রা নানা দিকে, নানা পথে —বিজ্ঞানের সৃষ্ট বিজয়রথে চড়ে মানুষ আজ পৃথিবীর এক প্রান্ত থেকে আর এক প্রান্তে যাত্রা করছে অনায়াসে । মহাকাশযানে চড়ে পাড়ি দিচ্ছে মহাকাশের বুকে ,মহাকাশের নীহারিকাপুঞ্জ আজ আর রহস্যময় নয় । সাবমেরিনে চেপে মানুষ সমুদ্রের অতল গভীরে ডুব দিয়ে তুলে আনছে মণিমাণিক্য । অভ্রভেদী তুষারাবৃত এভারেস্টেও মানুষ বিজয় পতাকা উড়িয়েছে । দুস্তর মরু পাড়ি দিতেও আজ আর কোনো ব্যাপার নয় । বিজ্ঞানের জয়যাত্রায় খুলে গেছে সমস্ত রহস্য, অন্ধকার অচেনা জগৎ ।

প্রাত্যহিক জীবনে বিজ্ঞানের জয়যাত্রা— আমাদের দৈনন্দিন জীবনে সব রকমের সুখ ও স্বাচ্ছন্দ এনে দিয়েছে বিজ্ঞান । আমাদের শোবার ঘর থেকে রান্নাঘর, পড়ার ঘর, ক্লাসরুম, অফিস-আদালত সর্বত্র বৈজ্ঞানিক জিনিসপত্র ব্যবহার করে জীবন আরো সুন্দর ও সহজ হয়েছে । টাইমটেবিল থেকে টাইপরাইটার, কম্পিউটার, মোবাইল, ইন্টারনেট সব কিছুই বিজ্ঞানের সোনালী ফসল । এগুলি আমাদের জীবনে এতটাই অপরিহার্য হয়ে উঠেছে যে এগুলি ছাড়া আমরা কিছু ভাবতে পারি না ।

কুসংস্কারের বিরুদ্ধে বিজ্ঞানের জয়যাত্রা — মানব সভ্যতাকে সম্পূর্ণভাবে কুসংস্কারমুক্ত করতে সক্রিয়ভাবে সাহায্য করছে বিজ্ঞান । সমাজকে সম্পূর্ণভাবে কুসংস্কারমুক্ত করার দায়িত্ব আমাদের প্রত্যেকের । এর জন্য গ্রামে গ্রামে, শহরের বিভিন্ন অঞ্চলে বিজ্ঞান মেলা, বিজ্ঞান প্রদর্শনী, বিজ্ঞান ভিত্তিক আলোচনা সভা, বিজ্ঞান সম্মেলন অনুষ্ঠিত করে কুসংস্কার দূর করা সম্ভব । এর মাধ্যমে জনসাধারণ সচেতন হবে বিজ্ঞানের প্রতি । কুসংস্কার জীবনে যে কী মারাত্মক ক্ষতি করতে পারে সে সম্পর্কে মানুষ অবহিত হবে । প্রকৃত সত্যের সন্ধান পাবে ।

উপসংহার — বিজ্ঞানের জয়যাত্রায় মানুষ আজ আর পিছনের দিকে তাকাবার অবকাশ পায় না । শোনা যায় বিশ্ব সৃষ্টি হয়েছিল মহাবিস্ফোরণ 'বিগব্যাং' এর মাধ্যমে । এই সৃষ্টির পর বিশ্ব ব্রহ্মান্ডের আকার ও পরিধি দিনে দিনে বেড়েই চলেছে । এই বৃদ্ধিকে বলা হয় Expanding Universe' । বিজ্ঞানের জয়যাত্রা দিনে দিনে বেড়েই চলেছে । বিজ্ঞানের জয়যাত্রা কোন দিনই থামবে না ।

Similar questions