চিত্ত যেথা ভয়শূন্য, উচ্চ যেথা শির, জ্ঞান যেথা মুক্ত, যেথা গৃহের প্রাচীর আপন প্রাঙ্গণতলে দিবসশর্বরী বসুধারে রাখে নাই খন্ড ক্ষুদ্র করি, যেথা বাক্য হৃদয়ের উৎসমুখ হতে উচ্ছ্বসিয়া উঠে, যেথা নির্বারিত স্রোতে দেশে দেশে দিশে দিশে কর্মধারা ধায় অজস্র সহস্রবিধ চরিতার্থতায় এর ভাবার্থ কি
Answers
Answered by
9
Answer:
কুসংস্কার আর সংকীর্ণতার মহজালে আবদ্ধ হতে ভারতবাসী জ্ঞান শিক্ষা থেকে শত যোজন দূরে অবস্থান করছে।অলস কর্মবিমুখ তা তাদের জীবনশক্তিকে নতুন উদ্যমের প্রেরণা দিতে পারে না।ভীরুতা ও দুর্বলতার জন্য তারা ভুলে যেতে বসেছে যুক্তি ও বিচার বোধ। মঙ্গলময় ঈশ্বর যেনো তাদের মধ্যে আনন্দের জাগরণের মন্ত্র সঞ্চার করে, আবারও ভারতবাসীকে সর্ব দুঃখ পরিহার সুখ ও শান্তি প্রদান করেন
Answered by
0
Answer:
see the answer in this picture
Attachments:

Similar questions