Geography, asked by pradipsutradhar04, 8 months ago

শিশির কেন অধঃক্ষেপণ নয়​

Answers

Answered by sohalighosh
10

Answer:

মাধ্যাকর্ষণ শক্তির ফলে বায়ু মণ্ডল থেকে জলীয় বাষ্প ঘনীভূত হয়ে তরল ও কঠিন অবস্থায় ভূপৃষ্ঠে পতনকে অধঃক্ষেপণ বলে। অর্থাৎ জলীয় বাষ্প ঘনীভূত হওয়ার পর সেটা পতিত হয়। অপরদিকে জলীয় বাষ্প জলকণায় পরিণত হওয়াকে ঘনীভবন বলে। এই ঘনীভবন পতনের সাথে যুক্ত হয়।ঘনীভবনের এই রূপগুলি হল শিশির, কুয়াশা, ধোঁয়াশা, মেঘ ইত্যাদি। তাই এগুলি অধঃক্ষেপণ নয়।

আশা করি এই উত্তরটা তোমার কাজে লাগবে

Answered by nayabanujan
1

Explanation:

অধঃক্ষেপণে জলীয় বাষ্পপূর্ণ ঊধ্বগামী বায়ু অতিরিক্ত শীতলতার কারণে ঘনীভূত হয়ে জলকণা বা তুষারকণায় পরিণত হয়ে ভারী হলে মাধ্যাকর্ষণ শক্তির টানে জল বা তুষার বিন্দুরূপে ভূপৃষ্ঠে নেমে আসে। কিন্তু, শিশির কোনােপ্রকার ঊর্ধ্বগামী বায়ু থেকে সৃষ্টি হয় না। সারারাত ভূপৃষ্ঠ তাপ বিকিরণ করে ঠান্ডা হলে বাতাসের জলীয় বাষ্প ঘনীভূত হয়ে ঘাসের ওপর, গাছের পাতায় জলবিন্দুর আকারে জমা হয়। তাই এটি অধঃক্ষেপণ নয়।

Similar questions