Math, asked by deydipta800, 9 months ago

একটা সিএনজিতে পিছনে ৩ টা মানুষ আছে। একজন বাংলা শিক্ষক, একজন ইংরেজি আর একজন গনিত শিক্ষক।
সিএনজি টা এক পর্যায়ে এক্সিডেন্ট করলো। তারপর বাংলা শিক্ষক বললো, "বাঁচাও,বাঁচাও।
ইংরেজি শিক্ষক বললো,
Help,Help!

তাহলে গনিত শিক্ষক টা কি বলবে?​

Answers

Answered by pr4159081
8

Answer:

what you have written

can you please write in hindi or english (whatever)

Answered by Manjula29
17

এই প্রশ্ন থেকে  আমরা বুঝতে পারলাম, যে বাংলা শিক্ষক ও ইংরাজি শিক্ষক দুজনেই নিজেদের বিষয় অনুযায়ী সাহায্য চেয়েছেন, সুতরাং গনিত শিক্ষক কেও তার নিজের বিষয় অনুযায়ী সাহায্য চাইতে হবে, অর্থাৎ গনিত শিক্ষক কে গনিতের সাহায্যে নিজের ভাব প্রকাশ করতে হবে, সেক্ষেত্রে উনি বলবেন 505, যেটাকে calculator font - এ SOS ( Save Our Souls) কথাটির মত দেখতে লাগে।

Similar questions