Physics, asked by Preetam07, 8 months ago

কোন মাধ্যমের প্রতিসরাঙ্ক আলোর বেগের উপর কিভাবে নির্ভর করে?​

Answers

Answered by Anonymous
43

কোন মাধ্যমের প্রতিসরাঙ্ক আলোর বেগের উপর নিম্নলিখিত উপায় নির্ভরশীল হয়ে থাকে -

  • গাণিতিকভাবে পর্যালোচনা করলে কোন মাধ্যমের প্রতিসরাঙ্ক হলো একটি অনুপাত এবং এই অনুপাতের উপাদানগুলি হলো শূন্য মাধ্যমে আলোর বেগ, সেই মাধ্যমে আলোর বেগ।
  • এখন শূন্য মাধ্যমে, আলোর বেগ কমবেশী সবক্ষেত্রেই সমান হয়ে থাকে কেবল কোন প্রদত্ত মাধ্যমে আলোর বেগের বিভিন্নতা লক্ষ্য করা যায়।
  • যেহেতু, প্রদত্ত মাধ্যমে আলোর বেগ অনুপাতের নীচের অংশে থাকে, সেই কারণে প্রদত্ত মাধ্যমের প্রতিসরাঙ্ক সেই মাধ্যমের মধ্যে আলোর গতিবেগের ব্যাস্তানুপাতিক হয়ে থাকে।
Answered by mitalidas271
5

Answer --

প্রতিসরাঙ্কের ওপর

Similar questions