অনলাইন শিক্ষা পদ্ধতির অভিজ্ঞতা জানিয়ে বন্ধুকে একটি পত্র লেখ
Answers
Answer:
তোমার ঠিকানা
তারিখ
প্রিয় _____(তোমার বন্ধুর নাম),
_____(তোমার বন্ধুর নাম) তুমি কেমন আছো? কাকু আর কাকিমা কেমন আছেন? আসা করি তোমরা সবাই ভালো আছো । তুমি তো জানোই যে এই মহামারীর জন্য সব স্কুলে এখন অনলাইন শিক্ষার ব্যবস্থা শুরু হয়েছে ।তাই অনলাইন শিক্ষার পদ্ধতির অভিজ্ঞতা এই চিঠিতে তোমাকে জানাচ্ছি ।
আমাদের অনলাইন ক্লাস জুম অ্যাপে হচ্ছে। এই অ্যাপটি হল ভিডিও কলিং অ্যাপ। আমাদের শিক্ষাক প্রথমে একটি আমন্ত্রণ লিংক পাঠান। সেই লিংকটির দ্বারা আমরা শ্রেণীকক্ষে প্রবেশ করি। সেইখানে একটা ওয়েটিং রুম আছে। সেইখান থেকে শিক্ষাক আমাদের গ্রহন করেন। তারপর আমরা নিজেদের অডিও আর ভিডিও চালু বা বন্ধ করতে পারি। এই ভাবে আমরা রোজ অনলাইন ক্লাস করি। এইখানে চিঠি শেষ করলাম।
ইতি
তোমার প্রিয় বন্ধু
_____(তোমার নাম)
ডাকটিকিট
বন্ধুর ঠিকানা
প্রযত্নে - তার বাবার নাম
Hope this is helpful.
Please mark me the brainliest and Rate me and give me thanks.