Math, asked by mahatopuran808, 8 months ago

যায়?
নীচের প্রশ্নগুলির উত্তর দাও :
১ অপু কার পাঠশালায় পড়তে গিয়েছিল?
২ আলুকপি কী ?
নীচের প্রশ্নগুলির উত্তর দাওঃ
মুক্ত দল কাকে বলে? উদাহরণ দাও।​

Answers

Answered by SparshaM
7

পথের পাঁচালী

১ অপু কার পাঠশালায় পড়তে গিয়েছিল?

  • উপরের প্রশ্নটি, বিভূতিভূষণ বেন্দ্যাপাধায় রচিত ছোটদের উপন্যাস 'পথের পাঁচালী' থেকে নেওয়া হয়েছে।
  • অপু গ্রামের প্রসন্ন গুরুমহাশয়ের বাড়িতে পড়তে গিয়েছিল।
  • গুরুমহাশয়ের বাড়িতে মুদির দোকানের পাশে তাঁহার পাঠশালা ছিল। বেত ছাড়া পাঠশালায় শিক্ষাদানের বিশেষ উপকরণ- বাহুল্য ছিল না! তবে এই বেতের উপর অভিভাবকদেরও বিশ্বাস গুরুমহাশয়ের অপেক্ষা কম কিছু না

২ আলুকপি কী ?

  • প্রদত্ত প্রশ্নটি ভুল আছে, কেননা 'আলুকপি' 'আলকুশি' হবে।
  • আলকুশি একটি উজ্জ্বল রং বিশিষ্ট ফল যেটি ঝোপে-ঝোপে থোকায় থোকায় জন্মে ঝুলতে থাকে।
  • অপুর বাবার মতানুসারে এটি একটি বিষ ফল, যেটিতে হাত দিলে শুঁয়ো ফুটে রি রি করে জ্বলবে অথবা হাত চুলকে ফোসকা হবে। তাই আলকুশিতে কেউ হাত দেয় না।

মুক্ত দল কাকে বলে? উদাহরণ দাও।

  • যে দল শুধুই স্বরধ্বনি কিংবা দলটি স্বরধ্বনি দিয়ে শেষ হয়, তাকে বলে মুক্ত দল।
  • যেমন: অতিথি। অ - তি (ত্ + ই)-থি (থ্ + ই)। অ, তি, থি - প্রতিটিই মুক্ত দল। 'অ' স্বরধ্বনি আর 'তি', 'থি' স্বরান্ত
Answered by shaw95533
2

Answer:সহসা

Step-by-step explanation:

Similar questions