Science, asked by mokenaaktermim, 8 months ago

মানিক স্কুল থেকে বাসায় ফেরার পথে রাস্তার পাশের দোকান থেকে চটপটি কিনে খেল। বাসায় আসার কিছুক্ষণের
মধ্যেই তার পেট ব্যথা শুরু হলো এবং সে অসুস্থ হয়ে পড়ল।
ক) নিম্ন শ্রেণির জীব কোনগুলাে?
খ) এন্টামিবার দুটি বৈশিষ্ট্য লিখ।
গ) মানিকের পেট ব্যথার কারণ ব্যাখ্যা কর।
ঘ) যথাসময়ে চিকিৎসার না নিলে মানিকের কি ঘটতে পারে।​

Answers

Answered by helper016455
0

Answer:

নিজস্ব প্রতিবেদন: স্কুল থেকে ফেরার পরই পেটে ব্যাথা করছিল। বাড়িতে জানানোয় প্রথমটাই বিশেষ আমল দেননি তাঁরা। ভেবেছিলেন, সময় পেরোলেই কমে যাবে পেটে ব্যাথা। কিন্তু তা কমেনি। অতঃপর, মেয়ের চিকিত্সা করাতেই হবে। কিন্তু পেটের ব্যাথা নিরাময়ে মেয়েকে চিকিত্সকের বদলে নিয়ে যাওয়া হল গুণিনের কাছে। আর তাতেই হল কাল! মেয়ে বাড়ি ফিরল বটে, তবে প্রাণ ছিল না তাতে।

Explanation:

মস্তিষ্কের তালিকা হিসাবে চিহ্নিত করুন

Similar questions