আনন্দ দিয়ে বাক্য রচনা
Answers
Answered by
3
Answer:
আনন্দ- রামের আজ খুব আনন্দ।
Answered by
4
'আনন্দ' শব্দের হল খুশি থাকা বা ভালো থাকা।
'আনন্দ' দিয়ে বাক্যরচনা :
- আনন্দে আত্মহারা হলে ক্ষতির সম্ভাবনা আছে।
- কখনও কখনও হৃদয়ের গভীরতা দিয়ে আনন্দ উপলব্ধি করতে হয়।
- আনন্দবাবু ছেলের বিয়েতে বিরাট ভোজের আয়োজন করেছেন।
- পরীক্ষার সফলতায় আনন্দিত হয়ে সে নাচতে শুরু করে দিল।
- পিতামাতাকে সকল প্রকারের সুখ দিয়ে তাঁদেরকে আনন্দিত করতে হবে।
- ক্ষণে ক্ষণে জাগিছে আনন্দের বাতি; নিভিবে সকল আঁধার হারায়ে নিরব রাতি।
Similar questions
English,
3 months ago
Accountancy,
3 months ago
English,
3 months ago
CBSE BOARD XII,
7 months ago
English,
11 months ago
Math,
11 months ago