Biology, asked by parthanaskar203, 8 months ago

মাছের গমন এ পটকার ভূমিকা লেখ​

Answers

Answered by chibi80
2

heya mate ♥️

Añswër--------------↑↓↓↓°↓↓↓

১) রুইমাছের উদরগহ্বরে দুটি প্রকোষ্ঠোযুক্ত পটকা থাকে ।

২)অগ্ৰ প্রকোষ্ঠের রেড গ্ৰন্ঠি গ্যাস উৎপন্ন করায়। পটকা ফুলে যায় ।ফলে, আপেক্ষিক ওজন কমে যায় ও মাছ জলের ওপর ভাসতে থাকে।

৩) অন্যদিকে, পটকার পশ্চাদ প্রকোষ্ঠে অবস্থিত রেটিয়া মিরাবিলিয়া নামক রক্তজালক গ্যাস শোষণ করার ফলে পটকা চুপসে যায় ও মাছের আপেক্ষিক ওজন বৃদ্ধি পায় ।ফলে মাছ জলের গভীরে চলে যায়।

hope it's help

take care

Answered by Roshmitadas
1

Answer:

মাছের পটকা মাছকে জলে ডুবতে ও ভাসতে সাহায্যে করে।

Similar questions