একক বিহীন ভৌত রাশি বলতে কি বোঝো উদাহরণসহ লেখ
Answers
■ যেসব প্রাকৃতিক রাশি দুটি একই প্রকার রাশির অনুপাত, তাদের কোন একক থাকে না ।
পারমাণবিক গুরুত্ব , আপেক্ষিক গুরুত্ব ইত্যাদি রাশি একক বিহীন।
যেমন :
মৌলের পারমাণবিক গুরুত্ব
= মৌলের 1টি পরমাণুর ভর/হাইড্রোজেনের 1টি পরমাণুর ভর
অতএব, পারমাণবিক গুরুত্ব দুটি একজাতীয় রাশির অনুপাত, তাই এটি একক বিহীন রাশি।.
সমাধান
জানতে হবে
একক বিহীন ভৌত রাশি বলতে কি বোঝো উদাহরণসহ লেখ
উত্তর
আমাদের জানতে হবে একক বিহীন ভৌত রাশি কি
পরিমাপযোগ্য যেকোনো প্রাকৃতিক বিষয়কেই ভৌত রাশি বলে
কোনো ভৌত রাশি দুটি সমজাতীয় রাশির অনুপাত হলে সেই রাশির কোনো একক থাকে না এবং সেই ধরণের রাশিকে একক বিহীন ভৌত রাশি বলে
উদাহরণ :
মৌলের পারমাণবিক ভর
= মৌলটির একটি পরমাণুর ভর / হাইড্রোজেনের একটি পরমাণুর ভর
অতএব পারমাণবিক ভর হল দুটি ভরের অনুপাত । তাই পারমাণবিক ভরের কোনো একক নেই - এটি একটি সংখ্যা মাত্র
একইভাবে আনবিক ভর , যন্ত্রের যান্ত্রিক সুবিধা প্রভৃতি একক বিহীন ভৌত রাশি
━━━━━━━━━━━━━━━━
Brainly থেকে আরো জানুন :-
পিছনের গাড়ি দেখতে স্কুটার অথবা বাসে যে আয়না থাকে তা সমতল না করে উত্তর রাখা হয় কেন
https://brainly.in/question/46961635
2. শূন্যস্থান পূরণ করো :- ইস্ত্রিতে তড়িৎপ্রবাহের _______ ফলাফলের প্রয়োগ করা হয় ।
https://brainly.in/question/45686064
3. আইসােবারদের ক্ষেত্রে নীচের যে কথাটি ঠিক তা হলাে
https://brainly.in/question/43292583