History, asked by eshita2293, 7 months ago


.৮ আনন্দমঠ উপন্যাসে উল্লেখিত দুটি বিদ্রোহী চরিত্রের নাম লেখ

Answers

Answered by XxEmmiBoyzZAkash
3

Answer:

  • আনন্দমঠ ঊনবিংশ শতাব্দীর ঔপন্যাসিকবঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত একটি বাংলা উপন্যাস। এর প্রকাশকাল ১৮৮২ খ্রিস্টাব্দ। ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে এর একটি বিশেষ ভূমিকা আছে। এই উপন্যাসটি ছাপার বিরূদ্ধে ব্রিটিশ সরকার আইন পাশ করে, তবে এর হস্তলিখিত গুপ্ত সংস্করণ জনগণের মাঝে ছড়িয়ে পড়ে। উপন্যাসটি মুসলমান-বিরোধী মতধারার জন্য কিছুটা বিতর্কিত। এই উপন্যাসের কাহিনী ১৭৭৩ খ্রিস্টাব্দে সংঘটিত উত্তর বঙ্গের সন্ন্যাসী আন্দোলনের ওপর ভিত্তি করে রচিত। এই উপন্যাসেই বঙ্কিমচন্দ্র বন্দে মাতরম গানটি লেখেন। পরবর্তীতে ভারতীয় স্বদেশপ্রেমীরা "বন্দে মাতরম" বাক্যটি জাতীয়তাবাদী শ্লোগান হিসাবে গ্রহণ করে।
Answered by km326839gmail
0

ভূমিকা : বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তার “আনন্দমঠ’ উপন্যাসের মাধ্যমে জাতীয়তাবাদের প্রচার করেছিলেন। ১৮৮২ খ্রিস্টাব্দে প্রকাশিত তার এই উপন্যাসের অন্যতম বৈশিষ্ট্য হল স্বদেশ প্রীতি।

জাতীয়তাবাদী চেতনায় আনন্দমঠ :

১। স্বদেশপ্রেম : বঙ্কিমচন্দ্র রচিত ‘“আনন্দমঠ’ উপন্যাস জাতীয়তাবাদী চেতনার উন্মেযের সঙ্গে সঙ্গে দেশবাসীর মনে স্বাদেশিকতা ও সশস্ত্র অভ্যুখথানের ধারণা সঞ্জারিত করেছিল।

২। বন্দেমাতরম সংগীত : ‘আনন্দমঠ’ উপন্যাসে জন্মভূমিকে মাতৃরূপে কল্পনা করে “বন্দেমাতরম’ সংগীতটি (১৮৭৫ খ্রিঃ) ছিল পরাধীন ভারতের জাতীয় সংগীত, বিপ্লবীদের মন্ত্র।

৩। সন্তান দল : বাংলায় মুসলিম রাজশস্তির পতন ও ইংরেজ রাজত্বের প্রতিষ্ঠা এক নৈরাজ্যের সৃষ্টি করে। এই সংকটকালে ইংরেজ শাসনের অবসান ঘটিয়ে দেশমাতার মুস্তির জন্য সম্ভান দলের আবির্ভাব ঘটে।

৪। আনন্দমঠের মূল বিষয় : আনন্দমঠ উপন্যাসে দেশের স্বাধীনতা অর্জনের জন্য একদল আত্মত্যাগী সন্ন্যাসীর কার্যাবলির বিবরণ আছে।

উপসংহার : বাঙালির জাতীয়তা গঠন ও দেশের যুবসম্প্রদায়কে স্বদেশভস্তি, ত্যাগ ও সেবাধর্মে উদ্বুদ্ধ করার উদ্দেশ্য রচিত “আনন্দমঠ’-এর অবদান বাঙালি জাতির জাতীর জীবনগঠনে ও ওতপ্রোতভাবে জড়িয়ে আছে।

Similar questions