ভূজা লোকের সাহায্যে কিভাবে পৃথিবীপৃষ্ঠে কোনো স্থানের অবস্থান নির্ণয় করা হয়
Answers
Answered by
3
Answer:
মানচিত্রে ভূজালকের মাধ্যমে অবস্থান নির্ণয় : গ্লোবের ভূজালক অঙ্ক ও জ্যামিতিক পদ্ধতিতে সমতল কাগজের উপর মানচিত্রে পরিবর্তন বা রূপান্তর ( Transform ) করা হয় । এই পদ্ধতিকে বলা হয় মানচিত্র অভিক্ষেপ ( Map Projection ) । মানচিত্রে অক্ষরেখা ও দ্রাঘিমারেখার সাহায্যে যে জালক ( Network ) সৃষ্টি হয় তা হল রেখাজালক বাগ্রাটিকিউল ( Graticules ) । এখানেও প্রতিটি রেখার নির্দিষ্ট মান থাকে এবং রেখার ছেদবিন্দু দিয়ে সহজেই মানচিত্রে তথা পৃথিবীতে অবস্থান নির্ণয় করা হয় । চিত্রে A , B , C , D প্রভৃতি স্থানের অবস্থান লক্ষ করাে । মানচিত্রের দ্বারা আধুনিক প্রযুক্তির মাধ্যমে অবস্থান নির্ণয় বর্তমানে অনেক সহজ হয়েছে ।
Explanation:
I wish this will help u
Similar questions