Math, asked by tusharmallick608, 8 months ago

বুড়িবালামএর যুদ্ধ কী​

Answers

Answered by Qᴜɪɴɴ
17
  • ১৯১৫ সালে ব্রিটিশ সরকারের বিরুদ্ধে বিপ্লবী সংগঠন গুলো সক্রিয় হয়ে উঠেছিল।

  • বাঘা যতীন ওরফে যতীন্দ্রনাথ মুখার্জী ছিলেন অনুশীলন সমিতির অন্যতম নেতা।

  • বুড়িবালাম নদীর তীরের ৭৫ মিনিট ধরে যুদ্ধ চলে।

  • মাত্র ৫ জন বিপ্লবী সীমিত পরিমান অস্ত্রসস্ত্র নিয়ে বিশাল পুলিশ বাহিনীর বিরুদ্ধে প্রবল সাহসিকতার সাথে যুদ্ধ করে।

  • অবশেষে তাদের বন্দুকের গুলি শেষ হয়ে যায়।

  • ঘটনাস্থলে চিত্তপ্রিয় রায়চৌধুরী বুলেটের আঘাতে মারা যান।

  • যতীন্দ্রনাথ মুখার্জী ও জ্যোতিষচন্দ্র পাল গুরুতর জঘম হন।

  • মনোরঞ্জন সেনগুপ্ত এবং নীরেন্দ্রনাথ দাশগুপ্ত গুলি শেষ হওয়াতে পুলিশের হাতে ধরা পড়েন।

  • পর দিন ১০ই সেপ্টেম্বর বালাসোর হাসপাতালে বাঘা যতীনের মৃত্যু হয়।

  • এই যুদ্ধ বুড়িবলমের যুদ্ধ নামে পরিচিত।।
Similar questions
Math, 4 months ago