Math, asked by bjashim38, 9 months ago

পাণিনির লেখা ব্যাকরণ বইটির নাম​

Answers

Answered by englishteacher1ss
6

Step-by-step explanation:

অষ্টাধ্যায়ি

পাণিনির লেখা ব্যাকরণ বইটির নাম হচ্ছে অষ্টাধ্যায়ি

Answered by Manjula29
1

পাণিনি ছিলেন প্রাচীন ভারতের একজন নামকরা সংস্কৃত ব্যাকরণবিদ।তিনি পাকিস্তান এর শালাতুর গ্রামে জন্মগ্রহণ করেছিলেন।  

তিনি তাঁর অষ্টাধ্যায়ী নামক সংস্কৃত ব্যাকরণ গ্রন্থের জন্য বিখ্যাত। অষ্টাধ্যায়ী শব্দের অর্থ হল "আট অধ্যায়"।এই গ্রন্থে তিনি সংস্কৃত রূপমূলতত্ত্বের ৩,৯৫৯টি নিয়ম বর্ণনা করেছেন।  এই গ্রন্থের ৮ টি অধ্যায় এবং ৩৮৬৩টি সূত্র আছে।এই গ্রন্থটি অষ্ট অধ্যায়ে বিভক্ত বলে এর নাম অষ্টাধ্যায়ী।

Similar questions