India Languages, asked by subratakrdey806, 5 months ago

'তুমি একটা স্পাই -যাকে স্পাই বলা হয়েছে তাকে কি তুমি সতিৎই স্পাই বলে মনে করো?

Answers

Answered by abhijitdasb44
2

Answer:

উদ্ধৃতাংশটি সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা 'মেঘ চোর ' গল্প থেকে নেওয়া হয়েছে।

হ্যাঁ আমার অসীমাকে স্পাই বলে মনে হয়েছে।

কারণ সে ড: পুরন্দর চৌধুরীর মেঘ চালনার পদ্ধতি জানার জন্য

তাঁর কাছে ছদ্মবেশে নিজেকে তাঁর ভাইঝি বলেছিল। এবং তাঁর আবিষ্কার নষ্ট করতে চেয়েছিলো। কারণ এতে পৃথিবীর ক্ষতি হতে পারে।তাই আমার অসীমাকে স্পাই বলে মনে হয়েছে।

Answered by schoolmeet2009
0

স্পাই শব্দের অর্থ হলো চোর অর্থাৎ যে গুপ্ত সংবাদ আদান প্রদান করে কিন্তু আলোচ্য উক্তিটিতে স্পাই বলা হয়েছে অসীমাকে এবং বলেছেন বৃষ্টি বিজ্ঞানে পুরন্দর চৌধুরী। যখন পুরন্দর চৌধুরী জানান তার রেকর্ড করা নামের সঙ্গে অসীমা নামটাও থাকবে তখন অশীমা তার নিজের পরিচয় দেয় তার গভীর মেয়ে বলে আমার মা বাঙালি মেয়ে গল্প পড়ে জানা যায় অসীমা চরবৃতি করে সে প্রকৃতিকে আসন্ন ধ্বংসের হাত থেকে বাঁচিয়েছিল তাই আমি তাকে পাই বলে মনে করি না

Similar questions