২) মানব জীবনে পর্বতের প্রভাব আলােচনা করাে।
Answers
Answered by
5
Answer:
১) পার্বত্য অঞ্চলের ভূমি বন্ধুর, জলবায়ু শীতল আর মাটি অনুর্বর । তাই সেখানকার মানুষের চাষবাস করার সুযোগ কম । সামান্য পরিমাণে কৃষিকাজ, পশুপালন, আর কাঠ সংগ্রহ করা সেখানকার মানুষের প্রধান উপজীবিকা ।
Answered by
5
Answer: ১) পার্বত্য হিমবাহের বরফ গলা জল কৃষি কাজ ও পানীয় জলের যোগান দেয়। ২) দেশের সীমান্তে উঁচু পর্বত অবস্থান করলে দেশটি বহিঃশত্রুর আক্রমণ থেকে রক্ষা পায়। ৩) স্বাস্থ্যকর জলবায়ু ও নৈসর্গিক সৌন্দর্যের জন্য পার্বত্য অঞ্চলে পর্যটন কেন্দ্র গড়ে ওঠে।
Explanation:
Similar questions