বিদ্যালয়ের বাৎসরিক অনুষ্ঠানের বর্ণনা জানিয়ে বন্ধুকে একটি চিঠি লেখ।
Answers
২৭/০৩/২০১৫
প্রিয় জাহিন,
আমার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা নিও। আশা করি ভালো আছো। কিছুদিন আগে আমাদের বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান অনুষ্ঠিত হলো। সেদিন আমরা অনেক আনন্দ করেছি। বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানে আমরা সুন্দর সুন্দর ছবি, ফুল আর নানা রং এর বেলুন দিয়ে খুব সুন্দর করে মাঠ সাজিয়েছিলাম। মাঠের এক পাশে তৈরি করা হয়েছিল সুন্দর একটি তোরণ। সকাল দশটায় আমাদের ক্রীড়া অনুষ্ঠান শুরু হয় । আমাদের শিক্ষকগণ ভালোভাবে অনুষ্ঠান পরিচালনা করেন। অনেকেই বিভিন্ন খেলায় অংশ নিয়ে পুরস্কার পায় । আমিও অংশ নিয়ে পুরস্কার পেয়েছি। সব শেষে আমাদের প্রধান শিক্ষক বিজয়ীদের পুরস্কার দেন এবং অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন। তোমাদের বার্ষিক ক্রীড়া কেমন হলো জানাবে। তোমার আব্বা আম্মাকে আমার সালাম দিও।
তোমার বন্ধু
সুজন
ডাক টিকিট
প্রেরক
প্রাপক
hope it will be useful
please follow me and mark mi as brainleast
Explanation:
আমার জন্মদিনে আসার জন্যে