Science, asked by mokimlaskar26059, 8 months ago

ভারতীয় স্থানীয় সময়ের গুরুত্ব নিরূপণ করাে।​

Answers

Answered by nandini8453
5

Answer:

ভারতের পূর্ব সীমানা ও পশ্চিম সীমানার মধ্যে সময়ের পার্থক্য প্রায় ১ ঘন্টা ৪৫ মিনিট।একটা দেশের একটা সময় ঠিক না করলে নানা রকম অসুবিধা দেখা যায় ।কতাই ভারতের ক্ষেত্রে এই অসুবিধার জন্য তাই ভারতের ক্ষেত্রে এই অসুবিধা এড়াবার জন্য ঠিক মাঝ বরাবর ৮২ ডিগ্রী ৩০ মিনিট পূর্ব দ্রাঘিমা কে প্রমাণ দ্রাঘিমা ধরা হয়েছে। ৮২ ডিগ্রী ৩০ মিনিট পূর্ব দ্রাঘিমা স্থানীয় সময় কে সারা ভারতের প্রমাণ সময় বলে ধরা হয়। গ্রীনিচ এর সঙ্গে ভারতের প্রমাণ সময়ের পার্থক্য ৫ ঘন্টা ৩০ মিনিট।

Similar questions