Sociology, asked by jdas49475, 9 months ago

ট্রপিক চলন নিয়ন্ত্রনে অক্সিনের ভূমিকা আলোচনা করো​

Answers

Answered by taetae26
11

Answer:

here is the ans.

Explanation:

hope it helps...

Attachments:
Answered by Anonymous
7

ট্রপিক চলন নিয়ন্ত্রণে অক্সিনের ভূমিকা হল নিম্নরূপ -

  • অক্সিন হল উদ্ভিদ দেহে অবস্থিত প্রধান বৃদ্ধি নিয়ন্ত্রক হরমোন। অক্সিন যথামাত্রায় উদ্ভিদ দেহের বিভিন্ন অঙ্গের বৃদ্ধি নিয়ন্ত্রণ করে ট্রপিক চলন সম্পন্ন করে (যা কিনা পরিবেশের বিভিন্ন উদ্দীপকের উপর নির্ভরশীল)।
  • অক্সিন আলোর উৎসের বিপরীত দিকে সঞ্চিত এবং সক্রিয় হয়। তাই আলোর বিপরীত দিকের অংশে কোষ বিভাজন অক্সিনের প্রভাবে দ্রুত হয়। ফলত উদ্ভিদদেহ আলোর দিকে বেঁকে যায়। একে বলে ফটোট্রপিক চলন।
  • অন্যদিকে, উদ্ভিদের মূলের আলোর বিপরীতে মাটির ভেতর অভিকর্ষের অভিমুখে বৃদ্ধি পাওয়াতে জিওট্রপিক চলন বলা হয়। এতেও অক্সিনের ভূমিকা থাকে।

অতএব, আমরা ট্রপিক চলনে অক্সিনের ভূমিকা সম্পর্কে আলোচনা করলাম।

#SPJ3

Similar questions