Geography, asked by rabinmiddya11638, 8 months ago

ভ্যান অ্যালেন বিকিরণ বলয় কাকে বলে​

Answers

Answered by SomdattaRay
18

Explanation:

ভ্যান অ্যালেন বিকিরণ বেল্ট হল শক্তিশালী চার্জিত কণাসমূহের এলাকা। এর মধ্যে অধিকাংশই সৌর বায়ু থেকে উদ্ভূত, যা গ্রহের চৌম্বকীয় ক্ষেত্র দ্বারা গ্রহ তার চারপাশে ধরে রাখে। পৃথিবীর এমন দুই ধরনের বেল্ট রয়েছে এবং কখনো কখনো সাময়িকভাবে অন্যান্যগুলো তৈরি হতে পারে। এই বেল্ট আবিষ্কারের কৃতিত্ব দেয়া হয় জেমস ভ্যান অ্যালেনকে। ফলস্বরূপ, পৃথিবীর বেল্টগুলি ভ্যান অ্যালেন বেল্ট নামে পরিচিত। পৃথিবীর দুইটি প্রধান বেল্ট পৃথিবীর পৃষ্ঠ অপেক্ষা ৬৪০ থেকে ৫৮,০০০ কি.মি. (৪০০ থেকে ৩৬,০৪০ মা.) উচ্চতায় বিস্তৃত। এ বিস্তৃতাংশে বিকিরণের তারতম্যও রয়েছে। বেল্টগুলি যেসব কণা দ্বরা তৈরি তার অধিকাংশই সৌর বায়ু থেকে আসে। আর বাকি কণাসমূহ আসে মহাজাগতিক রশ্মি থেকে। সৌর বায়ুকে আটকানোর মাধ্যমে, চৌম্বক ক্ষেত্র সেসকল শক্তিশালী কণাসমূহকে বিচ্যুত করে পৃথিবীর আবহাওয়ামণ্ডলকে ধ্বংস হওয়া থেকে রক্ষা করে।

Answered by shrutiprashad
7

Explanation:

the first answer is really nice

Similar questions