তারকেশ্বর কেন বিখ্যাত?
Answers
পশ্চিমবঙ্গের অন্যতম প্রধান শৈব তীর্থক্ষেত্র হল হুগলী জেলার তারকেশ্বর। যদিও এই তীর্থস্থানের উল্লেখ কোন হিন্দু পুরাণে পাওয়া যায়না তবুও তারকেশ্বরে প্রতিষ্ঠিত শিব কিন্তু প্রচণ্ড রকম বিখ্যাত, সারাবছর লক্ষাধিক শ্রদ্ধাশীল সাধারণ ভক্ত শিব দর্শনে তারকেশ্বরে উপস্থিত হয়ে থাকেন। বিশেষত বৈশাখ এবং শ্রাবণ মাসে দর্শনার্থী সমাগম উল্লেখযোগ্য।
ইতিহাস এবং কিংবদন্তির সংমিশ্রণ থেকে যেটুকু তথ্য পাওয়া যায় সেটা এইরকম ষোড়শ শতাব্দীর শেষ দিকে হুগলী জেলার রামনগর অঞ্চলে বিষ্ণুদাস নামে এক স্থানীয় ক্ষত্রিয় রাজা রাজত্ব করতেন, রাজার ভাই ভারামল্ল ছিলেন সংসারবিবাগী যোগী। স্থানীয় গুড়েভাটা গ্রামের মুকুন্দরাম ঘোষ রাজবাড়ির গোশালা দেখাশোনায় নিযুক্ত ছিলেন।
এখন, যেখানে তারকেশ্বরের মন্দির, সেই অঞ্চলের নাম তখন ছিল তাড়পুর।
ভারামল্ল ১৭২৯ খ্রিস্টাব্দে তারকেশ্বর মঠের প্রতিষ্ঠা করেন। মঠের মোহন্ত নির্বাচিত হন দশনামী শৈব সম্প্রদায়ের মায়াগিরি।