''স্নেহের কাঙাল বেছারা "- কার সম্পর্কে কথা বলা হয়েছে ? বক্তব্য পরিস্ফুট করো।
Answers
নমুনা প্রশ্ন-১
রচনামূলক প্রশ্ন
(মান : ৭০)
১। যেকোনো একটি বিষয়ে অনুচ্ছেদ রচনা করো : ১০
(ক) একুশের বইমেলা
(খ) নৈতিক শিক্ষা ও মূল্যবোধ
২।
যেকোনো একটি পত্র লেখো : ১০
(ক) শিক্ষা সফরে যাওয়ার অনুমতি প্রার্থনা করে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কাছে সংবাদপত্রে প্রকাশের জন্য উপযোগী একখানা পত্র লেখো।
অথবা,
(খ) তোমার বিদ্যালয়ে ২০১৭ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে একটি মানপত্র রচনা করো।
৩। (ক) সারাংশ লেখো : ১০
অতীতকে ভুলে যাও। অতীতের দুশ্চিন্তার ভার অতীতকেই নিতে হবে। অতীতের কথা ভেবে ভেবে অনেক বোকাই মরেছে। আগামী দিনের বোঝা অতীতের বোঝার সঙ্গে মিলে আজকের বোঝা সবচেয়ে বড় হয়ে দাঁড়ায়। ভবিষ্যেকও অতীতের মতো দৃঢ়ভাবে দূরে সরিয়ে দাও। আজই তো ভবিষ্যৎ। ভবিষ্যৎ কাল বলে কিছু নেই। মানুষের মুক্তির দিন তো আজই। আজই ভবিষ্যতের কথা যে ভাবতে বসে সে ভোগে শক্তিহীনতায়, মানসিক দুশ্চিন্তায় ও স্নায়ুবিক দুর্বলতায়। তাই অতীতের ও ভবিষ্যতের দরজায় আগল লাগাও আর শুরু করো দৈনিক জীবন নিয়ে বাঁচতে।
অথবা, (খ) সারমর্ম লেখো :
একদা ছিল না জুতা চরণ যুগলে
দহিল হৃদয় মম সেই ক্ষোভানলে।
ধীরে ধীরে চুপি চুপি দুঃখাকুল মনে
গেলাম ভজনালয়ে ভজন কারণে।
দেখি সেথা একজন পদ নাহি তার
অমনি জুতার খেদ ঘুচিল আমার।
পরের দুঃখের কথা করিলে চিন্তন
আপনার মনে দুঃখ থাকে কতক্ষণ।
৪। যেকোনো একটি ভাব সম্প্রসারণ করো : ১০ (ক) আত্মশক্তি অর্জনই শিক্ষার উদ্দেশ্য
(খ) দ্বার বন্ধ করে দিয়ে ভ্রমটারে রুখি
সত্য বলে, ‘আমি তবে কোথা দিয়ে ঢুকি?’
৫। যেকোনো একটি বিষয়ে প্রতিবেদন রচনা করো : ১০
(ক) তোমার বিদ্যালয়ের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানের বিবরণ তুলে ধরে একটি প্রতিবেদন রচনা করো।
অথবা, (খ) গত ২৫ জানুয়ারি জামালপুর জেলা শহর থেকে ১০ কিলোমিটার দূরে নান্দিনায় একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে। এ দুর্ঘটনার বিবরণ দিয়ে পত্রিকায় প্রকাশের জন্য একটি প্রতিবেদন তৈরি করো।
৬। যেকোনো একটি বিষয়ে প্রবন্ধ রচনা করো : ২০ (ক) অধ্যবসায়
(খ) স্বদেশপ্রেম
(গ) মানবকল্যাণে বিজ্ঞান
নমুনা প্রশ্ন-২
রচনামূলক প্রশ্ন (মান : ৭০)
১। যেকোনো একটি বিষয়ে অনুচ্ছেদ রচনা করো : ১০
(ক) পরিবেশদূষণ
(খ) গ্রাম্য মেলা
২। যেকোনো একটি পত্র লেখো : ১০
(ক) তোমার বিদ্যালয়ে মহান স্বাধীনতা দিবস উদ্যাপন উপলক্ষে একখানা আমন্ত্রণপত্র রচনা করো।
অথবা, (খ) দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধকল্পে জনমত তৈরিতে সংবাদপত্রে প্রকাশের জন্য একখানা পত্র লেখো।
৩। (ক) সারাংশ লেখো : ১০
প্রশ্নগুলির উত্তর হল নিম্নরূপ -
- উদ্ধৃত উক্তিটি বিখ্যাত লেখক বনফুল রচিত আলোবাবু গল্প থেকে নেওয়া হয়েছে।
- এখানে উদ্ধৃত উক্তিটি অবিনাশবাবু আলোবাবুর প্রসঙ্গে বলেছিলেন।
- যখন লেখক অবিনাশবাবুর বাড়ীতে গেছিলেন তখন তিনি দেখতে পেরেছিলেন যে আলোবাবু অতি যত্ন সহকারে এক দেশীয় কুকুরের চোখে জমে থাকা ময়লা পরিষ্কার করে দিচ্ছিলেন। এক দেশীয় কুকুরের প্রতি এরকম সহানুভূতিশীল ব্যবহার লেখককে চমকিত করেছিল। এমন অবস্থায় অবিনাশবাবু বলেছিলেন যে আলোবাবু গরীব হতে পারেন কিন্তু তিনি স্নেহের কাঙাল।
- গল্পে এমন অনেক ঘটনা জানতে পারা যায় যেখান থেকে বোঝা যায় যে আলোবাবু সত্যিকারেরই স্নেহের কাঙাল ছিলেন। যেমন - একটি পাখিকে কিনে নিয়ে এসে তার সেবা করা, একটি দেশীয় কুকুরকে সেবা করা। পীড়িতের প্রতি যেরকম স্নেহ আলোবাবু প্রদর্শন করতেন তা থেকেই তাকে "স্নেহের কাঙাল" আখ্যা দেওয়া হয়েছে।