English, asked by durgadassaren019, 7 months ago


সকাল থেকে কবির কার কথা মনে পড়ছে ?
৩. কবি কীভাবে মানুষকে পাশে দাঁড়াতে বলেছেন ?
৪. কবিতাটিতে মানুষ শব্দটি কতবার ব্যবহৃত হয়েছে
৫.
দল বিশ্লেষণ কর: মানুষ; একলা; ভেসে; ভালােবে
ক্ষিপ্ত প্রশ্ন :
১ মানুষের পাশে মানুষ কীভাবে দাঁড়াতে পারে ?
read​

Answers

Answered by akshyattmohapatra
2

Explanation:

আধুনিক কবি শক্তি চট্টোপাধ্যায় দাঁড়াও কবিতায় মানুষ হিসেবে আমাদের সহায় হতদরিদ্র মানুষের পাশে দাড়াতে বলেছেন। কেননা পূথিবীর অন্যান্য জীব জন্তুর তুলনায় মানুষ ভিন্ন পুষ্টির সেরা জীব হিসেবে একে অপরের দুঃখ যন্ত্রণা কষ্ট, বেদনা ইত্যাদি যদি না বুঝতে পারি তাহলে মানুষের মনুষত্ব কোথায় ? তাই কবি আমাদের সর্বদা অসহায় হতদরিদ্র মানুষের পাশে দাঁড়াতে বলেছেন প্রয়ােজনে তাদের পাশে এসে তাদের দুঃখ যন্ত্র ভাগ করে এবং ভালােবেসে আদর দিয়ে স্নেহ করে সাহায্য করতে হবে। অর্থাৎ তাদের আর্থিক সামাজিক মানসিক, প্রাক্ষোভিক প্রভৃতি দিক দিয়ে সাহায্য করতে হবে।

Similar questions