Geography, asked by md8461698, 8 months ago

ক্ষুদ্রকনা বিশরণ কি​

Answers

Answered by taetae0730
2

Answer:

একাধিক খনিজে গঠিত হওয়া শিলায় প্রতিটি খনিজের তাপগ্রহন ও প্রসারণের ক্ষমতা এবং তাপ বিকিরণ ও সংকোচন ক্ষমতা ভিন্ন হয়। দিনে অধিক সূর্যতাপে শিলা প্রসারিত হয় এবং রাতে সূর্যতাপহীনতায় তা সংকুচিত হয় । অসম হারে সংকোচন প্রসারণের ফলে শিলার মধ্যে ক্রমাগত পীড়নের মাত্রা বেড়ে একসময় প্রচন্ড শব্দ করে ফেটে ক্ষুদ্র ক্ষুদ্র কণায় পরিণত হওয়াকে ক্ষুদ্রকনা বিশরণ বলে।।

Similar questions