Science, asked by baishakhimurmu08, 7 months ago

মানুষের যখ‍্যা রোগ হয় কেন​

Answers

Answered by DEBOBROTABHATTACHARY
0

■ যক্ষ্মা মূলত একটি সংক্রামক রোগ।

মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস নামে এক প্রকার ব্যাকটেরিয়া এই রোগের জন্য দায়ী।

- এই ব্যাকটেরিয়া মানুষের শ্বাসযন্ত্রে সংক্রমণ ঘটিয়ে এই রোগ ঘটায়।

- এটি বাতাসে ভেসে বেড়ানো ড্রপলেটের মধ্যে দিয়ে সংক্রমিত হয়ে থাকে। ফলে এই অসুখ ছোঁয়াচে বলে গণ্য করা হয়। একজনের হাঁচি-কাশি থেকে দ্রুত এটি অন্যের শরীরে ছড়িয়ে যায়।

জীবাণুর সঙ্গে মিলিয়ে ডাক্তারি ভাষায় এই রোগের নাম রাখা হয়েছে ‘টিউবারকুলোসিস’। সংক্ষেপে টিবি নামেই সবাই চেনে। এককালে যক্ষ্মাকে ‘ক্ষয় রোগ’ বা ‘রাজ রোগ’ বলা হতো। কারণ, এই রোগে রোগী খুবই শীর্ণ হয়ে পড়ে, আর মৃত্যু ছিল প্রায় অবধারিত।

Similar questions
Chemistry, 11 months ago