১.২ কেঁচোর শ্বাস অঙ্গ হলাে-
শুকনাে ত্বক, খ) শিক্ত ত্বক, গ) ট্রাকিয়া, ঘ) ফুলকা
Answers
Answered by
1
শিক্ত ত্বক
Explanation:
কেঁচোর কেঁচোর কোন ফুসফুস হয় না
Answered by
0
কেঁচোর শ্বাস অঙ্গ হল সিক্ত ত্বক।
উপরিউক্ত উত্তরটি সঠিকভাবে বোঝার জন্য আমাদের শ্বাস অঙ্গের সম্পর্কে আরও তথ্য জানতে হবে।
শ্বাস অঙ্গ :
- যে (এক বা একাধিক) অঙ্গের মাধ্যমে কোন প্রাণী এইতাতে শ্বসন ক্রিয়া (পরিবেশের সাথে অক্সিজেন, কার্বন-ডাই-অক্সাইড আদান-প্রদান) সম্পন্ন করে তাদের শ্বাস অঙ্গ বলা হয়ে থাকে।
- বিভিন্ন শ্রেণীর প্রাণীদের বিভিন্ন রকমের শ্বাস অঙ্গ হয় এবং শ্বাস অঙ্গ মূলত গঠিত হয় প্রাণীটির বাসস্থানের প্রাকৃতিক পরিবেশ অনুযায়ী।
- যেমন - মাছ জলীয় পরিবেশে থাকার দরুণ তার শ্বাস অঙ্গ হল ফুলকা।
সেইভাবেই কেঁচো নিজের দেহত্বকের (সিক্ত) মাধ্যমে নিজের শ্বসন কার্য সম্পন্ন করে থাকে। তাই কেঁচোর শ্বাস অঙ্গ হিসাবে তার সিক্ত দেহত্বককেই গণ্য করা হয়।
অতএব, আমরা কেঁচোর শ্বাস অঙ্গ সম্পর্কে আলোচনা করলাম।
Similar questions